জ্বালানী ক্রমেই দুর্মূল্য হচ্ছে। প্রায় প্রতি সপ্তাহেই দাম চড়ছে লাফিয়ে লাফিয়ে। হাঁফিয়ে উঠছেন সাধারণ মানুষ। সবজি থেকে চালডাল, জ্বালানির অগ্নিমূল্যে বাঙালির ভাতের পাতেও টান ধরছে। পাইস হোটেলে রোজকার খরচ কুলিয়ে উঠতে পারছেন না ব্যবসায়ী। ফুচকা থেকে কচুরি, বাঙালির রসনাতৃপ্তির প্রধান প্রধান উপকরণেই আগুনের ঝাঁঝ লাগছে। সেই অবস্থাই মজার ছবিতে তুলে ধরলেন অভিষেক চৌধুরী।
অভিষেক পেশায় সফটঅয়্যার ইঞ্জিনিয়ার। খুব ছোটবেলা থেকেই কার্টুন-প্রেম। সেই ভালোবাসার টানেই প্রিয় কার্টুনিস্টদের আঁকা খবরের কাগজ থেকে কেটে নকল করতেন। এইভাবেই নিজের ইচ্ছে, উৎসাহ আর অনুসন্ধিৎসা সঙ্গী করেই কার্টুন আঁকা শেখা। ২০১৫ সাল থেকে কলকাতার কার্টুনদলের একনিষ্ঠ সদস্য।