নিশি
নিশি-তে
ডেকে গেছে দিনে—
আমি যাব
লেনা-দেনা কিছু কিছু
বাকি রয়ে গেল
কটা শস্তাকথায় তবে আবারও বিলিয়ে নিজেকে
আমি যাব
যে নিশীথের নিশি
ডেকে গেছে দিনে
পায়েপায়ে আমি
তারই পিছু নেব
শান্ত লুব্ধক
আকাশের নীচে মেঘ
আর তারও নীচে আমি ভেসে আছি—
উতলা কুহু-রাতে
তার কাজল উচ্ছ্বাসে
শান্ত লুব্ধক যেন
আর তারও নীচে আমি ভেসে আছি—
উতলা কুহু-রাতে
তার কাজল উচ্ছ্বাসে
শান্ত লুব্ধক যেন
অরিঞ্জয় বিশ্বাস বাসন্তীদেবী কলেজে ইতিহাসের অধ্যাপক। বইপত্তরে ডুবে থাকতে পারলে আর কিছু চান না। তবে বিশেষ শখ বলে খুব একটা কিছু নেই। কাজ অনেক। তবে মূলত অকাজে ব্যস্ত মানুষ। ঠায় চুপটি করে বসে থাকতে ভালোবাসেন।