মনে রাখুন নামটা হাদি মাতার
হাদি মাতার লেবানিজ আমেরিকান
হাদি মাতারের মা আমার মায়ের মতন
হাদি মাতারের বাবা আমার বাবার মতন
ওরা একটু আলো কিনতে হাটে যায় রোজ
হাদি মাতার মাত্র চব্বিশ বছরের একটা
তরতাজা ধুকপুকে হৃদয়
ভুল ধর্মের ভুল আয়াতোল্লার আগুনে
পুড়ে পুড়ে ঝলসে বাতাসে উড়ে
অন্যের ঘরে সে লাগায় আগুন
‘সিলভানা’ হাদি মাতারের মা-ও পোড়ে
ছেলের ঘৃণার আগুনে
হাদি মাতারের বাবা ছাই হয়ে
আমেরিকা থেকে ইউরোপ, আফ্রিকা
এশিয়ার মেঘে মেঘে আকাশময় যেন করুণ বজ্রপাত
১৯৩৬ সাল ১৯শে অগস্ট হাদি মাতার লোরকার মুখে
থুতু ফেলে বলেছিল একজন শয়তান সমকামী যা জাহান্নমে যা!
হিটলারের বুক চিরে হাজার হাদি মাতার স্নানে যায়
লক্ষ লক্ষ ইহুদি আর জিপসি মানুষের চামড়ার সাবান হাতে
কাবুলে বালু-অশ্রু হাহাকার করে গৌতম বুদ্ধের নিরাকার দু’চোখে
হাদি মাতার শুধু একটা নাম নয়
হাদি মাতার হিংসার যমজ সন্তান
অন্ধকারে লুকিয়ে থাকা হিংস্র অন্তঃপুর
যার মুখ শিশুর মতন উজ্জ্বল ও পবিত্র
কিন্তু দু’শিং ও নখ থেকে অন্যের রক্ত ঝরে আল্লার নামে।
জন্ম ১৯৫৯ | ইংরাজি ও বাংলা দুই ভাষায় লেখেন।প্রকাশিত পাঁচটি কবিতার বই | 'বরফে হলুদ ফুল'-এর জন্য ২০০৫ সালে পেয়েছেন জসীমউদ্দিন পুরস্কার | ২০০৮ সালে সুধীন্দ্রনাথ পুরস্কার "গৃহযুদ্ধের দলিল" কাব্যগ্রন্থের জন্য। ভাষানগর পুরস্কার ২০১৭ সাল। তাঁরই প্রচেষ্টার ফসল 'উড়ালপুল' |
One Response
খুব শক্তিশালী কবিতা। অত্যন্ত সময়োপযোগী। মর্মে প্রবেশ করল তোমার অনুবাদ কবিতা গৌতম দা।