










(Durga idol) উওর ২৪ পরগনা জেলার মহকুমা শহর বসিরহাট। ইছামতী নদীর তীরে অবস্থিত এ রাজ্যের অন্যতম আদি শহর। টাকির ইছামতী নদীতে নৌকায় দুর্গা প্রতিমা (Durga idol) বিসর্জনের কথা আমরা সবাই জানি। টাকির মতো বসিরহাট শহরেও ইছামতী নদীতে নৌকায় দুর্গা প্রতিমা (Durga idol) বিসর্জন হয়ে থাকে।
১৫০ বছরেরও অধিক সময় ধরে এইভাবে নৌকায় দুর্গা প্রতিমা (Durga idol) বিসর্জন হয়ে আসছে এই শহরে। বহু বাড়িতে ১০০ বছরেরও বেশি সময় ধরে এই পুজো হয়ে আসছে। বর্তমানে এই শহরে ছোট বড় মিলিয়ে বারোয়ারি পুজোর সংখ্যাও বেড়েছে।
আরও দেখুন: ফটো স্টোরি: বিজয়া দশমী
থিমের যুগে তাল মিলিয়ে পুজো হলেও, আজও পুরোনো পদ্ধতিতে ইছামতী নদীতে নৌকায় করে বিসর্জন হয়। এই বিসর্জন দেখতে আসেন পাশের গ্রামের মানুষ। ভিড় জমে ইছামতী নদীর তীরে। বিসর্জনকে কেন্দ্র করে নদীর দুই ধার দিয়ে মেলা বসে। এই মেলার বিশেষ আকর্ষণ হলো কাঠের আসবাবপত্র ও নানাবিধ কাঠের তৈরী জিনিস।
শোনা যায়, এলাকার মানুষ বিসর্জন দেখে বাড়ি ফেরার পথে কোনো না কোনো কাঠের তৈরী জিনিস কিনে নিয়েই বাড়ি ফেরেন। যুগ যুগ ধরে চলে আসছে এই রীতি। সবশেষে এটাই বলতে হয় আধুনিকতার যুগে প্রতিমা, মন্ডপ সবকিছুর পরিবর্তন হলেও বিসর্জন হয়ে আসছে প্রাচীন প্রথা অনুযায়ী নৌকায় করে ইছামতী নদীতে।

শুভদীপ ঘোষ
বিগত ১২ বছর সময় ধরে একজন স্বাধীন আলোকচিত্র শিল্পী হিসেবে কাজ করছেন। ফেডারেশন অফ ইন্ডিয়ান ফটোগ্রাফি থেকে AFIP ডিসটিংশান অর্জন করেছেন ২০২০ সালে। এছাড়াও বিভিন্ন দেশীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে পুরস্কার অর্জন করেছেন। মূলত একজন ডকুমেন্টারি ও ফটো জার্নালিসম্ বিষয়ে কাজ করেন।