পাশ ফিরি, স্পর্শে বিদ্যুৎ!
কে ছুঁয়েছে শরীর আমার
দিবাস্বপ্ন! রঙের গোপন!
পাশে তো কেউ নেই!
তোমার আমার মধ্যে ফাঁকটুকু
ভরেছে বাতাস!
তবে কি আমাকে ছোঁয় শূন্যের সংগীত?
বিপদরেখার দিকে পাখি উড়ে গেলে
তার ছায়াখানি ফেলে যায় আমার শরীরে! (Poetry)
শ্রুতি ও স্মৃতির মাঝে উঠে বসি, ধীরে
অলংকরণ- আকাশ গঙ্গোপাধ্যায়
রাহুল পুরকায়স্থ। জন্ম ৬ ডিসেম্বর ১৯৬৪, কলকাতায়। শৈশব থেকেই বেলঘরিয়ার বাসিন্দা। কলোনিজীবন, উত্তাল সত্তরের দশকের পরিসরে বড় হয়ে ওঠা। আশির দশক থেকে নিয়মিত কবিতা প্রকাশিত হতে থাকে। ছোটো-বড় মিলিয়ে কবিতার বইয়ের সংখ্যা কুড়ি। কবিতার সূত্রে নিত্যনতুন রহস্যের ভিতর সেঁধিয়ে যাওয়াই তাঁর প্রধান লক্ষ্য, এখনও...