(Jamini Roy) যামিনী রায় ও বিষ্ণু দে (Bishnu Dey)—ক্যানভাস আর কবিতার এক সৃষ্টিশীল মেলবন্ধন। তাঁদের বন্ধুত্বের ছায়ায় জন্ম নিয়েছে ছবি, গেঁথে উঠেছে কবিতা। ‘যামিনী রায়ের একটি ছবি’—বিষ্ণু দে’র কলমে ধরা পড়ে এক শিল্পীর অন্তর্লোক।
ভিডিও: সংগ্রাহক ফাল্গুনি দত্ত রায়’র – সাক্ষাৎকার
এই অনন্য সঙ্গীর গল্প শুনতে চোখ রাখুন বাংলালাইভ আড্ডাস্কোপ-এ। একান্ত আপচারিতায় মীরা দে, কবির পুত্রবধূ। কথা বলেছেন সৌরভ দে।
বাংলালাইভ একটি সুপরিচিত ও জনপ্রিয় ওয়েবপত্রিকা। তবে পত্রিকা প্রকাশনা ছাড়াও আরও নানাবিধ কর্মকাণ্ডে জড়িয়ে থাকে বাংলালাইভ। বহু অনুষ্ঠানে ওয়েব পার্টনার হিসেবে কাজ করে। সেই ভিডিও পাঠক-দর্শকরা দেখতে পান বাংলালাইভের পোর্টালে,ফেসবুক পাতায় বা বাংলালাইভ ইউটিউব চ্যানেলে।