(Little Magazine)
পতনের শব্দ করে যাওয়া ব্রেকিং নিউজ রোজ আমাদের বিদ্ধ করে বা করে না।
ধর্ষণ খুন রাহাজানি ভুয়া বিয়ে ভুয়া পাশপোর্টে অনুপ্রবেশ, নিউজে বাঙলাদেশী অনুপ্রবেশকারী কুস্তিগীর দ্বারা বলিউড তারকাকে ছুরিকাঘাত ও দিল্লি নির্বাচনের উপর তার প্রভাব.. কোথাও শান্তিকল্যাণ হয়ে নেই, তবে গঙ্গাসাগরে মকরস্নান আর মহাকুম্ভে শাহি স্নান আছে বলে কিছু সুখবর। ঘুরিয়ে ফিরিয়ে এসব হাওয়ামোরগ দু:খী ঝর্ণার মতো নামছে জনতার চোখের চারপাশে, বুকের চারপাশে। এও এক নিত্যস্নান। (Little Magazine)

এর মধ্যে খবর ট্রাম্পেট বাজিয়ে রাজা ফিরেছেন, মেক্সিকোর ঘাড়ে হাত রেখেছেন এবং কানাডার চিবুকে,(দৃশ্যটা কার্টুন এ ভাবুন একবার) এবং তিনি কাগজে সেই অমোঘ স্বাক্ষরটি দিয়ে ফেলেছেন, নাগরিকত্বের প্রশ্নে এরপর থেকে আমেরিকান রক্ত ছাড়া কেউ আমেরিকান নয়। টারিফ তিনি বসাবেনই ব্রিক অন্তর্ভূক্ত নেশনের উপরে। বিশ্বস্বাস্থ্য থেকে অনুদানের হাত সরিয়ে নিয়েছেন এবং অদ্ভূত উগ্র জাতীয়তাবাদের বাজনায় ফুঁ দিচ্ছেন। (Little Magazine)
আসলে গভীর গভীরতর অসুখটা কি?
যুদ্ধের পর যুদ্ধ চলেছে, আরো আরো ভয়াবহ হচ্ছে, বিস্ফোরক চলে যাচ্ছে নিরপরাধ শিশু নিধন যজ্ঞের দিকে; ভূমির উপরে শয্যা পাতা হচ্ছে মিসাইলে পুড়ে যাওয়া জ্বলে যাওয়া সারি সারি মৃতদেহের জন্য আর– সমান্তরালভাবে, অজস্র শান্তির পায়রা ওড়ানো হচ্ছে পৃথিবীতে প্রতিদিন, ‘যুদ্ধ চাই না শান্তি চাই।’ তোমার এক হাতে চক অন্য হাতে ডাস্টার কে তোমাকে বিশ্বাস করবে? (Little Magazine)
কবি অলোকরঞ্জনের আপাতনিরীহ অথচ ভেতরে ভেতরে দগ্ধ একটি লাইন মনে পড়ে- ‘এখন যুদ্ধ না শান্তি স্পষ্ট করে বুঝতেই পারি না… যুদ্ধ শেষ হয়নি অথবা এখন শান্তি শেষ।’ কী করবেন রাজা গ্রীনল্যান্ড নেবেন নাকি পানামায় ঠোঁট ছোঁয়াবেন, বিশ্ব প্রতীক্ষায়।
‘আমরণ কারাবাস চাই না ফাঁসি চাই।’ ‘আমরা কিছুই চাই না।’ ‘সত্যের উদঘাটন হোক শুধু’… মিছিলে মিছিলে ছয়লাপ নীল- শাদা পাগড়ি মোতায়েন। (Little Magazine)
এ সময়কালের সর্বময় সত্য কী? সেরা ইজরায়েলি ঐতিহাসিক (হোমো স্যাপিয়েন গ্রন্থের প্রণেতা) নোয়া হারারির ভাষায় ‘আমরা সবাই একটি গ্রহেই বাস করি আর আমাদের কাজকর্মে নিজেরাই ভীত ও সন্ত্রস্ত হতে থাকি!’
কিংবা নীলকন্ঠ বাগচীর ভাষায় বলতে হয় we are all utterly confused. এ বছরেই তাঁর জন্মশত বর্ষ। আমদের সামাজিক দায়বদ্ধতা পালনের বছর।
এজন্য ‘সূত্রপাত’ বর্তমান সংখ্যায় আমরা ঋত্বিকের জীবন ও চলচ্চিত্র নিয়ে নানা ভাবনার সম্ভার নিয়ে এসেছি, যেখানে দুই বাঙলার লেখক বুদ্ধিজীবীরা রয়েছেন। (Little Magazine)

ঋত্বিক বলতেন আমার কাজটাই থেকে যাবে, তাই প্রকৃত কাজের দিকে আমাদের লক্ষ্যভেদ, আমাদের প্রতিস্পর্ধী প্রয়াস।
পত্রিকার বর্ণময় প্রচ্ছদ করে প্রথমেই আমাদের মন ভাল করে দিয়েছেন শিল্পী সমীরণ ঘোষ। তাঁকে অশেষ কৃতজ্ঞতা।
এবারের সংখ্যায় কিছু তরুণ লেখক হাত খুলে লিখেছেন। কবির আলোচনায় কবি, ব্যক্তিগত ও অতি ব্যক্তিগত গদ্য, এছাড়া রয়েছে কবিতা অনুবাদ কবিতা ও গল্প বিভাগ। পাঠকের আলাপচারিতা যেমন জনপ্রিয়তা পাচ্ছে তেমনি সাক্ষাৎকার বিভাগে যারা টান টান আগ্রহে অপেক্ষা করছেন জয়তী চক্রবর্তীর রবীন্দ্রভাবনা নিয়ে অন্তরঙ্গ আলাপের তারা পড়ে নিতে পারবেন(পূর্বপ্রকাশিতের পর) বাকি অংশটুকু। ফলে এবারের সংকলনে, বিষয় ও ভাবনায়, সময়ের নানাস্রোতকে মেলানোর শ্রমটুকু করে যাচ্ছি। (Little Magazine)
এর মধ্যে আমাদের বার্ষিক উৎসব বইমেলা চলে এলো। হেমন্তের হিম (আমাদের নভেম্বর সংখ্যা) শুকোতে না শুকোতেই আমাদের দ্রুততার সাথে নেমে পড়তে হলো, এই ভরা মাঘে বৃষ্টি নামাতে।
বিষাদ নয়, মৃত্যু নয়, মৃত্যুঞ্জয়ী হবার সংকল্প আমাদের বুকের ভেতরে এ কদিন ঘোরাফেরা করে। আমাদের প্রাণিত করে, প্রাণিত করে। কলকাতা বইমেলায় সেই প্রাণ আছে। মানুষের উদ্যম উৎসাহ উদ্দীপনার ঘাটতি-জল যারা মাপছেন মাপুন, আমরা এ’কদিন বসে থাকবো, ছড়িয়ে থাকবো লিটিল ম্যাগাজিনের টেবিলে টেবিলে। ডিসেম্বর’ ২৩ থেকে ডিসেম্বর’ ২৪ “সূত্রপাত” এর চার-চারটি সংখ্যা প্রকাশিত হল। আমরা কিছুটা দেখতে পাচ্ছি; দূরের আলো, দূরের হাতপাখা ক্রমশ এগিয়ে আসছে। অধরা পাঠকের আন্তরিক আলিঙ্গন। দিল্লি থেকে কলকাতা। বাকি সব প্রদেশ থেকেও। আমাদের আত্মবিশ্বাস বাড়ছে। প্রণম্য পাঠক কাঁধে হাত রাখুন। ব্রীজের মাঝখানে দেখা হোক আমাদের। (Little Magazine)
(বানান অপরিবর্তিত)
বাংলালাইভ একটি সুপরিচিত ও জনপ্রিয় ওয়েবপত্রিকা। তবে পত্রিকা প্রকাশনা ছাড়াও আরও নানাবিধ কর্মকাণ্ডে জড়িয়ে থাকে বাংলালাইভ। বহু অনুষ্ঠানে ওয়েব পার্টনার হিসেবে কাজ করে। সেই ভিডিও পাঠক-দর্শকরা দেখতে পান বাংলালাইভের পোর্টালে,ফেসবুক পাতায় বা বাংলালাইভ ইউটিউব চ্যানেলে।