(Camera Collector) সম্প্রতি বাংলালাইভ ডট কম-এ শুরু হয়েছে কলকাতার বিশিষ্ট সংগ্রাহকদের নিয়ে একটি নতুন সিরিজ। সহযোগিতায় কলকাতা কথকতা (Kolkata Kathokatha)। এই সিরিজের প্রতিটি পর্বে পরিবেশিত হয় কলকাতার এক একজন বিখ্যাত সংগ্রাহকের সঙ্গে কথোপকথন।
ভিডিও: সংগ্রাহক ফাল্গুনি দত্ত রায়’র – সাক্ষাৎকার
আজকের অতিথি কলকাতার বিশিষ্ট সংগ্রাহক তাপস কুমার বসু, যাঁর সংগ্রহে পিনহোল ক্যামেরা থেকে শুরু করে আজকের মোবাইল ক্যামেরা, সবই রয়েছে। সুদীর্ঘ ৬৫ বছরের সংগ্রাহক জীবনে তাঁর সংগ্রহে আছে প্রায় ২০০টি ক্যামেরা। তাঁর কাছ থেকে শুনব ওনার ব্যক্তিগত সংগ্রহের ইতিহাস ও নানান অজানা কাহিনী। আলাপচারিতায় উজ্জ্বল সর্দার।
বাংলালাইভ একটি সুপরিচিত ও জনপ্রিয় ওয়েবপত্রিকা। তবে পত্রিকা প্রকাশনা ছাড়াও আরও নানাবিধ কর্মকাণ্ডে জড়িয়ে থাকে বাংলালাইভ। বহু অনুষ্ঠানে ওয়েব পার্টনার হিসেবে কাজ করে। সেই ভিডিও পাঠক-দর্শকরা দেখতে পান বাংলালাইভের পোর্টালে,ফেসবুক পাতায় বা বাংলালাইভ ইউটিউব চ্যানেলে।