(Little Magazine)
তাক লাগিয়ে দিয়েছে সদ্যজাত জেমস ওয়েব টেলিস্কোপ। ৫০০ কোটি বছর বয়সী এ গ্রহ থেকে টলমল পায়ে গিয়ে দাঁড়িয়েছিল মাত্র ১৫ লক্ষ কিলোমিটার দূরে। সোনার আয়না বিছিয়ে নিকষ কালো অনন্তের মাঝে তার চোখে ধরা দিল রঙিন
আলোকবিন্দুর এক ঝলমলে মহাবিশ্ব। যাদের যাত্রা শুরু ১৩০০ কোটি বছর আগের অনন্ত অতীতে। (Little Magazine)






যে উৎস থেকে সেই মহাজাগতিক জ্যোতির্বিন্দুগুলির পথ চলা শুরু, তারা হয়তো আজ অস্তিত্বহীন। কিন্তু হারিয়ে যায়নি তাদের আলোর বার্তা। এই অসীম, অনন্ত পথের নানা বিঘ্ন পেরিয়ে এসে তারা আমাদের বিস্মিত করছে, খবর দিচ্ছে সেই অতীতের, স্মরণ করিয়ে দিচ্ছে আমাদের ক্ষুদ্রতাকে। (Little Magazine)

বহু কোটি আলোকবর্ষ পার হয়ে আসা আলোক কণার এই সার্থক ভ্রমণ আমাদের প্রেরণা হোক। চৌকাঠের সীমাবদ্ধতা পেরিয়ে আমাদের মুক্তি আসুক ‘আলোয় আলোয় এই আকাশে’। (Little Magazine)
(বানান অপরিবর্তিত)
বাংলালাইভ একটি সুপরিচিত ও জনপ্রিয় ওয়েবপত্রিকা। তবে পত্রিকা প্রকাশনা ছাড়াও আরও নানাবিধ কর্মকাণ্ডে জড়িয়ে থাকে বাংলালাইভ। বহু অনুষ্ঠানে ওয়েব পার্টনার হিসেবে কাজ করে। সেই ভিডিও পাঠক-দর্শকরা দেখতে পান বাংলালাইভের পোর্টালে,ফেসবুক পাতায় বা বাংলালাইভ ইউটিউব চ্যানেলে।