(Poetry)
১
স্নেহ এক রজ্জু
মায়া একটা লিফট
তাতে করে সে আমাকে তুলছে
একবার চিনতে পেরেই
খাদের অতল থেকে আজীবন সে আমাকে তুলছে
আমি কি অদেখা করব এই পৌনঃপুনিক ব্যবহার?
নাকি যে পালকপাখি ঘুরে ঘুরে নেমে আসছে উদ্ভাসিত সকালবেলায়
তাকে বুকে টেনে বলব: থাকো
স্বভাবপ্রকৃতি, তার আলোহাওয়া সহস্ররকম
কিছু দরোজার সাথে কিছু জানালার বোঝাপড়া (Poetry)


২
একটা বিপুলাকার শান্তি উঠেছে আজ
বুদ্ধপূর্ণিমায়
শান্তির চোটে কেউ আর কথা বলতে পারছে না কোনও
যেখানে যার যা ক্রোধ গুটিয়ে কেন্নোর মতো ছোটো হয়ে গেছে
রাগ এখন কেবলমাত্র মার্গসঙ্গীতের
কিন্তু সাধনা শুধু নীরব থাকার
এই অপজ্যোৎস্নায় ভিড় করে আসে হত্যা
কথা নেই, বার্তা নেই, শরীরে ভঙ্গিমা নেই- মিছিল চলেছে
আমিও নিজেকে দেখি সেই মিছিলেই, যে আমার হন্তারক
আমি যে তারই অনুগামী! (Poetry)
৩
দিনের অন্যায়, ভাই রে, দিনাতিদিনের রোষ ভাই রে ভাই
কর্ত্রী বলে দিয়েছেন, কেন তোমাদের এত চাই?
একবার এদিকে তো আরেকবার ওদিকে ঝাঁপাই
অন্যায় নামে না, সেই অন্যায়ের বর্ষজীবী পলি
গা-গতর পুষ্ট করে, দৃষ্টি ছোট হয়ে আসে, ফলে
যে কথা বলাতে চাও শেষমেশ সে কথাই বলি (Poetry)

মুদ্রিত ও ডিজিটাল মাধ্যমে সর্বস্বত্ব সংরক্ষিত
অলংকরণ- আকাশ গঙ্গোপাধ্যায়
অনিমিখ পাত্র-র জন্ম ১৯৮৩ সালে। ইংরাজি সাহিত্যে স্নাতকোত্তর। শিক্ষকতার সঙ্গে যুক্ত। প্রকাশিত কবিতার বই ৮টিঃ যতদূর বৈধ বলি (২০০৯), কোনো একটা নাম (২০১৩), পতনমনের কুর্সি (২০১৬), সন্দেহপ্রসূত কবিতাগুচ্ছ (২০১৭), আলো দেখার নেশা (২০১৯), রাস্তার কোনো ছুটি নেই (২০২০), অনিমিখ পাত্র-র কবিতা (২০২২), আমি অনেকের চিৎকার (২০২৪)। কবিতা অনূদিত হয়েছে ইংরেজি, ইতালিয়ান, স্প্যানিশ ও চাইনিজ ভাষায়। অনুবাদ করেছেন বিভিন্ন ভাষার কবিতা, ইংরেজি ভাষামাধ্যমের সাহায্যে। সমকালীন ইতালীয় কবিদের কবিতা অনুবাদের কাজে রত। সম্পাদনা করেন দ্বিভাষিক সাহিত্য জার্নাল 'দুনিয়াদারি'