(Poetry)
১
ক্লান্ত লাগে ক্লান্ত লাগে আমার ভীষণ ক্লান্ত লাগে
এই পৃথিবীর প্রাপ্তি এবং অপ্রাপ্তি সব ভ্রান্ত লাগে
ভ্রান্ত লাগে দৌড়ে চলা সকাল বিকেল অষ্টপ্রহর
ভ্রান্ত লাগে মানিয়ে নেওয়া, ভ্রান্ত লাগাই আমার দ্রোহ
এর চে’ যদি বসতে বলো, যাওয়ার তাড়া নাইবা থাকে
নাইবা থাকে একলা বাঁচা গোলকধাঁধার হাজার বাঁকে
নাইবা থাকে, থাকার যা যা, তুমিই না হয় থাকলে শেষে
সুখেই জীবন কাটিয়ে দেবো যাবজ্জীবন ভালবেসে
সামান্য লোক সামান্য সুখ, কীই বা বেশি থাকল চাওয়ার
তোমার চোখে হিসেব মেলাই আমার পাওয়া আর না পাওয়ার
এই জিভে আর স্বাদ জাগে না, এই মগজে বিষাদ বড়ো
কয়েক লক্ষ লোকের ভিড়ে এক নিমেষে জাপটে ধরো
বৃষ্টি নামাও আমায় বাঁচাও, যেইখানে প্রেম পরিত্রাতা
তোমার হাতে হাত রেখেছি তোমার বুকে রাখছি মাথা


২
বিষের অমৃত তুমি, বিশে চৈত্রে এসেছিলে তাই
পঁচিশে আশ্বিন আমি মায়াচ্ছন্ন শরতের শেষে
খুঁজেছি বসন্ত ফের। দিয়েছ যখন বুকে ঠাঁই
তোমাকে বছরভর আপন করেছি ভালবেসে
আমার বিপন্ন দিন, বিধ্বস্ত বিরহী রাতগুলো
সমর্পণ করি যদি তোমার অব্যর্থ এলোকেশে
আমাকে শেখাও তবে জীবনের অকিঞ্চিৎ ধুলো
স্বর্ণ হতে পারে আজও বাঁচার রহস্য ভালবেসে
এখানে বরফ ঝড়, শীতল হাওয়ার শনশনে
মনে পড়ে ঝর্ণা এসে বয়েছিল এই সানুদেশে
তোমার এ-শহরে জানি পড়ে না তো শীত কুক্ষণে
বরং অশান্ত হও উষ্ণ ওই চৈত্র ভালবেসে
স্মিতহাস্যে প্রিয়তমা আমায় আশ্বাস দাও যদি
কবিতা অমর আর কবিরা মরে না ত্রিশে এসে
নতুন ছন্দের খোঁজে খুঁজেছি সুরেলা লেনা নদী
ব্যক্তিগত মানচিত্রে অতীত ভাসাতে ভালবেসে
চাঁদের জাতিকা তু্মি, চৈতালি সন্ধ্যার শেষ ফুল
কী ঘ্রাণে মাতাল করে ফুটেছিলে কীসের অভ্যাসে
পঁচিশে আশ্বিন আমি, হেমন্তের সহজাত ভুল
উপেক্ষা করেছি ঝরা পাতা শুধু তাকে ভালবেসে
মুদ্রিত ও ডিজিটাল মাধ্যমে সর্বস্বত্ব সংরক্ষিত
অলংকরণ- আকাশ গঙ্গোপাধ্যায়
বাংলার তরুণতম কবিদের অন্যতম | জন্ম ১৯৯১‚ কলকাতায় | ২০১২'য় প্রকাশ হয় প্রথম বই 'ভোর রাতের ৮বি' |
