বারাণসী ৮
এক ঘাটে নিঃশব্দে পুড়ে যায় জীবন…
যে জীবন কোনওদিন বয়নি জলের মতো
কোনওদিন জ্ব’লে ওঠেনি!
চিতাকাঠের নিঃশর্ত সমর্পণে শুয়ে
অতিকায় প্রদীপের মতো উদ্বাহু হ’য়ে জ্বলে
জ্বলে আর বলে—
চললাম… চললাম…
ভালো থেকো… মঙ্গল হোক…
কার্তিকের পূর্ণিমার রাতে
অন্যকোন ঘাটে
অনির্বাণ মানুষের অরণ্যে
কারা জ্বালে দাবানল উজ্জয়িনী গঙ্গার জলে?
সহস্র রুদ্রাক্ষের মতো প্রদীপের শিখা গাঁথে
সময়ের সিঁড়িতে সিঁড়িতে, জীবনের উৎসবে…
গাঁথে আর বলে–
আলো হোক… আলো হোক…
পথপ্রদর্শক
এই পথ
কোথায় চলেছে সচ্চিদানন্দ…
না ফুরানো এক অনাদি অনন্ত যাত্রার যূথচারী পদব্রজে
লক্ষযোনি পথ হেঁটে এসে
যে চলার পিপাসা আজও মেটেনি
হাজার হাজার পা তল্পিবাহক-
হেঁটে যায় হাঁটবার অখণ্ড উৎসবে
অথবা বাধ্যবাধকতায়!
কে তাদের তাড়িয়ে বেড়ায়?
কে সেই অবিসংবাদী মেষপাল?
হলুদ সর্ষের খেত
জটিল ত্রিকোণমিতি
বিকেলের কফিকাপ
ছাতুগোলা শরবত
চতুরাশ্রমের চক্রব্যূহ-
দু’য়ে দু’য়ে চার করতে করতে
এ’-পায়ের মিছিল হাঁটে কোন ঠিকানায়…
এই পথ কোথায় চলেছে…
কোন অমরায়
অথবা জাহান্নামে
তার জানা নেই, সে জানবে না কোনদিনও!
ঈশ্বর অথবা অন্তর্যামী হওয়ার
তার কোনও অভিপ্রায় নেই
তার কোনও শৃঙ্খল নেই
কোনও পিছুটান-
সে কেবল একমেবাদ্বিতীয়ম একা…
আমরা সবাই তাকে আঁকড়ে আঁকড়ে ধরি
হিংসায়, তিতিক্ষায়
কারণ-
আমরা সবাই
চিরকাল পথ খুঁজে গেছি
আমরা কখনও কেউ পথ হ’তে পারিনি!
হওয়ার তপস্যাও কোনওদিন করিনি
কারণ-
আমরা কেউ
সেই পথ খুঁজে পাইনি…
খুঁজিনি!
জন্ম জন্মান্তর ধ’রে শুধু হেঁটে গেছি
হাঁটছি
মাতালের মতো…
জানি না
এই পথ কোথায় চলেছে…
*ছবি সৌজন্য: arthursecunda.com
মৌলীনাথের জন্ম আসানসোলে। মূলত কবি। তবে কবিতার পাশাপাশি গদ্যও লিখছেন। সঙ্গে আছে অনুবাদের কাজ। কবিতার অনুবাদ করতেই বেশি স্বচ্ছন্দ। ওঁর লেখা নিয়মিত প্রকাশিত হয় কথা, কালের কণ্ঠ (বাংলাদেশ), পরম্পরা, কালিমাটি অনলাইন, মনন, ম্যানগ্রোভ (বাংলাদেশ), দৈনিক ইত্তেফাক (বাংলাদেশ) ও অন্যান্য পত্রপত্রিকায়। ২০২০ সালে প্রকাশিত হয় প্রথম কাব্যগ্রন্থ ‘দয়াল’। প্রতিভাস থেকে। ২০২০-তেই ভারত ভবন, ভূপাল আয়োজিত ‘বহুভাষী লেখক সমাবেশ’-এ স্বরচিত বাংলা গদ্য পাঠের জন্য আমন্ত্রিত হন।