সবটুকু নির্ভার, কেমন ঢেকেছ বিরহ শামিয়ানা
চাদরে ছড়ানো ভাঙা বাস্তুশিল্প…
আদরে আদরে এক ঢোঁক করে স্বাস্থ্যপান হয়ে যাক।
বীজধান ছড়ানোর তন্ত্রমন্ত্র সব
চেটেপুটে খেয়ে গেছে আদুরে বেড়াল
এখনও সময় আছে,
সমস্ত আগাছা সরাতে পারবে কিনা দ্যাখো-
সামনেই অগাধ বসন্ত অপেক্ষায়…
চৌকাঠ পেরতে পারছে না! 
পড়ানোটা জীবিকা হলেও আসল নেশা বই পড়া। প্রথম ভালোবাসা কবিতা। কবিতা লিখতেই বেশি স্বচ্ছন্দ। দু'টি ক্ষীণকায় বই তার সাক্ষ্য বহন করছে - প্রতিপক্ষ হেরে যাচ্ছে এবং টেগোর সাব অথবা ছিন্নপত্র। আড্ডা দেওয়াটাও আরেকটা গুরুত্বপূর্ণ কাজ বলে মনে করেন। অলমিতি।
 
								 
								 
								 
															 
											
 
								 
								 
								 
								 
								 
								 
								 
								 
								 
								 
								 
								 
								 
								 
								 
								 
								 
								 
								 
								 
								
3 Responses
অপূর্ব কবিতা
অপূর্ব !
অপূর্! শব্দই ব্রহ্ম! শব্দের অমিত শক্তিতেই গোদা যাপনের মালভূমি পার হয়ে একটা নদীর খোঁজ পাওয়া গেল, হোক না অনামী, হোক না অপরিচিত, তবু জলোচ্ছ্বাসে একই আবহে, আর্দ্রতায় উজাড় হওয়ার প্রহর পেরিয়ে চলেছি। ‘সবটুকু নির্ভার’ উচ্চারণের দ্বারা যে আচমন, তা যেন পূজায় এসে থামে -‘আদরে আদরে এক ঢোঁক করে স্বাস্থ্যপান হয়ে যাক’…প্রস্তাবের ভেতরে ‘বিরহ শামিয়ানা’র আশ্রয়বৃত্ত সম্পূর্ণ হয়ে ওঠে! বসন্ত চৌকাঠ পেরোতে পারছে না…এই বোধের কাছে নতজানু রইলাম মুগ্ধতায়!