(Bengali Novel)
কয়েকমাস আগের কথা। বৃহস্পতিবার সন্ধ্যে ছ’টা। কলকাতার নিউটাউনে এক অত্যন্ত সুদৃশ্য বহুতল অফিস কমপ্লেক্সের অনেখানি জুড়ে মিটিউবের পূর্বাঞ্চলের হেড অফিস। তার একটি সেমিনার হলের, বোর্ড মিটিং-এর টেবিলের একদিকে বসে আছেন শুভময় মজুমদার। টেবিলের বাকি সমস্ত চেয়ারগুলো খালি। শীতাতপনিয়ন্ত্রিত ঘরে মৃদুগুঞ্জনে এসি চলছে। সামনে দেওয়ালে দুটো ফ্ল্যাট স্ক্রিন টিভির একটিতে দিল্লি থেকে যোগ দিয়েছেন সোমদত্তা সরকার আর একটিতে মৌমিতা দেব রায়।গ্রীন ভিশন থিংক ট্যাংকের ভারতবর্ষের প্রধান দুই অধিকর্তা। (Bengali Novel)

দু’সপ্তাহ আগে এই থিংক ট্যাংকের হেডকোয়াটার্স থেকে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের মিটিউবের হেডদের কাছে এই মর্মে একটি মেসেজ আসে যে এই দুই অধিকর্তা তাঁদের সাথে কোনও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবেন, সেই মিটিং-এর প্রথম দিন আজ। স্ক্রিনে সোমদত্তার ব্যাকগ্রাউন্ড শুভময়-এর ব্যাকগ্রাউন্ড-এর মতনই, একটি সেমিনার রুম। মৌমিতা প্রায় আউটডোর কোনও জায়গায় বসে আছেন বলে মনে হচ্ছে এবং সেখানে দিনের বেলা। পৃথিবীর অপর কোনও প্রান্তে। প্রাথমিক কথাবার্তার পর তাদের পাইলট প্রোগ্রামের বিষয়ে কথা বলতে শুরু করলেন। পৃথিবীর বিভিন্ন উন্নয়নশীল দেশে গ্রাম বা খুব ছোট শহরে, যারা মিটিউবিং করছেন তাদের ভিডিও থেকে বেছে নেওয়া হচ্ছে কিছু ভিডিও। (Bengali Novel)
আগে কী হয়েছিল জানতে ক্লিক করুন
‘কিন্তু মিটিউবের পলিসি তো আপনারা জানেন, আমরা তো কোনও বিশেষ ভিডিওকে মানে যাঁরা ভ্লগ পোস্ট করেন, তাঁদের কোনও সাহায্য করতে পারব না। কোনও কারণে কনটেন্ট সেন্সর করা ছাড়া।’ (Bengali Novel)
দু’টো খুব গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, সেটা হচ্ছে যে প্ল্যাটফর্ম হিসেবে কিন্তু আপনাদের সামাজিক দায়িত্ব আছে। বিশেষ করে আগামী পৃথিবীর প্রতি।
‘অবশ্যই। কিন্তু দু’টো খুব গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, সেটা হচ্ছে যে প্ল্যাটফর্ম হিসেবে কিন্তু আপনাদের সামাজিক দায়িত্ব আছে। বিশেষ করে আগামী পৃথিবীর প্রতি।’ খুব দৃঢ়ভাবে বলে উঠলেন মৌমিতা দেব রায়।’
‘অবশ্যই মিস দেব রায়। প্রত্যেক কর্পোরেশনের এই দায়িত্ব আছে কিন্তু আমি ঠিক বুঝতে পারছি না, কর্পোরেশন হিসাবে তো আমরা এই কারোর প্রতি বিশেষ ব্যবহার করতে পারব না মানে কাউকে সাহায্য করতে পারব না। মিটিউব তো সেভাবে কাজ করে না। আপনারা ডেফিনিটলি সেটা জানেন!’ (Bengali Novel)
‘ঠিক। সেখানেই তো আমরা আসছি। এই সমস্ত মানুষগুলোকে, মানে যাঁদের ভিডিও আমরা সিলেক্ট করেছি, আমাদের মনে হচ্ছে ভবিষ্যতে আমাদের ভিশন এঁরা কার্যকরী করতে পারবেন, তাঁদেরকে সাহায্য করা, সবকিছুর দায়িত্ব আমাদের।’ (Bengali Novel)

‘যেমন?’ প্রশ্ন শুভময়ের।
‘আমরা নিজেরা এদের সঙ্গে যোগাযোগ করব। পাইলট এপিসোডের জন্য আমরা এর মধ্যে কয়েকজনকে বেছেছি। মানে এঁদের বিষয়ে আমাদের হোম ওয়ার্ক করা হয়ে গেছে।’
‘গ্রীণ ভিশন যেহেতু হেল্প করছেন, ধরে নিচ্ছি এরা সাস্টেনেবল লাইফস্টাইলের ভ্লগিং করে’?
‘হ্যাঁ প্রকৃতির কাছাকাছি, সিম্পল, সাস্টেইনবেল, অর্গ্যানিক। আরও অর্গ্যানিক কীভাবে করা যায় সেটা আমরা দেখব’ একটা কফির কাপে চুমুক দিচ্ছিলেন মৌমিতা দেব রায়, নামিয়ে বললেন।
‘এছাড়া রিলেশনশিপ, বিশেষত পারিবারিক সম্পর্কও প্রাধান্য পাবে।’ (Bengali Novel)
অভিরূপের মুখে যেন প্রশ্নচিহ্ন।
‘রিলেশনশিপ’?
অভিরূপের মুখে যেন প্রশ্নচিহ্ন।
‘রিলেশনশিপ’?
‘পারিবারিক। তবে অবশ্যই রিলেশনশিপ চিজি না হয়ে সিম্পল, সাপোর্টিভ, কেয়ারিং হোক, এটাই আমাদের ফোকাস।’
‘সিম্প্লিসিটি ইজ গেটিং লস্ট। ডোন্ট ইউ থিঙ্ক মিস্টার মজুমদার?’ সোমদত্তা বলে উঠলেন। (Bengali Novel)
‘ইনডিড। ট্রু। তো আপনারা রিসোর্স দিয়ে এঁদের সাহায্য করবেন এবং এঁদের সিম্পল, সাসটেইনেবল লাইফস্টাইল অনেক বেশি দর্শক পছন্দ করবে এবং আইডিয়াল ভাববে বলছেন?’
‘আইডিয়াল ভাববে কী না জানি না, কিন্তু প্রমোট না করলে এরকম সুন্দর, সহজভাবে যে বাঁচা যায় মানুষ জানবে কীভাবে?’
‘আরবান পপুলেশন পছন্দ করবে বলছেন?’
‘ইয়েস মিস্টার মজুমদার। অ্যাচিভমেন্ট ড্রিভেন, ওভার ওয়ার্কড, স্লিপ ডিপ্রাইভড, লোনলি, ডায়েট করা আরবান পপুলেশন অলসো উইল লাইক ইট। স্বীকার করবে না কিন্তু ক্ষুধার্তের মতো মাটির রান্নাঘরের দাওয়ায়, বড়ি দিয়ে, খেত থেকে তোলা লাউ ঘণ্ট রান্না দেখবে।’ সোমদত্তার মুখে আত্মবিশ্বাসী হাসি।
‘বেশ তো, বেশ তো, প্লিজ গো এহেড। আর আপনাদের মতো রেপুটেড এজেন্সি, নিশ্চই প্রচুর প্ল্যান করেই এগোচ্ছেন। আমি বেশ কিউরিয়াস।’ (Bengali Novel)

‘ওকে দেন। কাজ শুরু হলে, ইস্টার্ন রিজিয়নে আমাদের প্রোগ্রেস আপডেট, ডেটা সহ আপনাকে জানাতে থাকব। আমরা দুজনে আগামী সপ্তাহে কলকাতায় পৌঁছব।’
‘বেস্ট অফ লাক টু বোথ অফ ইউ।’
‘দেখা হবে মিস্টার মজুমদার। বাই।’
দুটো স্ক্রীন থেকে মৌমিতা এবং সোমদত্তার মুখ উধাও হয়ে গেল। (Bengali Novel)
পৃথিবী বিখ্যাত একটি থিংক ট্যাংকের পরিবেশ রক্ষা বিভাগ এটি। অন্যমনস্ক আঙুল, সাউথ এশিয়ান এমপ্লয়ীদের মধ্যে থেকে সোমদত্তা আর মৌমিতাকে খুঁজে পেল।
একটু অন্যমনস্ক শুভময় নিজের ল্যাপটপে বের করলেন গ্রীন ভিশনের ওয়েবসাইট। পৃথিবী বিখ্যাত একটি থিংক ট্যাংকের পরিবেশ রক্ষা বিভাগ এটি। অন্যমনস্ক আঙুল, সাউথ এশিয়ান এমপ্লয়ীদের মধ্যে থেকে সোমদত্তা আর মৌমিতাকে খুঁজে পেল। যেমন পড়াশোনার পেডিগ্রি, তেমন অভিজ্ঞতা। আগেও দেখেছেন তিনি। কিছুক্ষণ দেখে, ওয়েবসাইট থেকে দু’একটি আর্টিকেল পড়লেন। ওয়েবসাইটে এই পাইলট প্রজেক্ট নিয়ে তেমন কোনও তথ্য নেই। হয়তো শুরু হলে আপডেট করবে? হয়তো নয়? (Bengali Novel)
যাই হোক, সময় এগোলে বোঝা যাবে। এতে তার কোনও দায়িত্ব নেই, সেটাই সবচেয়ে ভাল। তবে বেশ কৌতুহল হচ্ছে কীভাবে এগোবে প্রজেক্টটা। (Bengali Novel)
(ক্রমশ)
অলংকরণ- আকাশ গঙ্গোপাধ্যায়
মহুয়া সেন মুখোপাধ্যায় বস্টন, মার্কিন যুক্তরাষ্ট্র প্রবাসী। মূলতঃ ছোট গল্প এবং আর্টিকেল লেখেন। ছোট গল্প সংকলন ক্যালাইডোস্কোপ এবং অপরাজিতা প্রকাশিত হয়েছে, কমলিনী,দেজ পাবলিকেশন থেকে।একটি ছোট গল্পের অনুবাদ শর্টলিস্টেড হয়েছে, ‘Armory Square Prize for women writers in South Asian literature’ এ। অনুদিত গল্পটি প্রকাশিত হয়েছে বিখ্যাত Words Without Borders এর পাতায় ।আনন্দবাজারের বিদেশ পাতার নিয়মিত লেখেন তাছাড়া রোববার-সংবাদ প্রতিদিন, বাংলা লাইভ, গুরুচণ্ডালী এবং আরো কিছু ম্যাগাজিনে গল্প এবং ছোট বড় প্রবন্ধ নিয়মিত লেখেন।