বিদায়
চেনা সুগন্ধি মেখে কে কাছে এসেছে আবার
আমি চিনতে পারছি না আর, সমস্ত শহর
উৎসবে মেতেছে এখন: বেজে উঠছে মায়াবী সেতার
মঞ্চে ডেকে নেওয়া হল পরবর্তী প্রতিযোগীদের
আমি একা চলে যাচ্ছি এসবের পাশ দিয়ে হেঁটে
ফুল ও ভ্রমর থেকে, বসন্তের থেকে আরও দূরে
কফিনের ডালা তুলে সময় দাঁড়িয়ে আছে একা
ভাঙা পাঁজরের টুকরো এবার কবর দিতে হবে।
যামিনী না যেতে
স্বপ্নের ভিতরে আজও মুখগুলো তেমনই মায়াবী
যেমন মায়ার কাছে গিয়ে দুদণ্ড বসার অবসর
আছে, নরম আঁচলে মুখ মুছিয়ে দেবার আজও
রয়েছে প্রশ্রয়, শীতলপাটির মতো শান্ত কোনও
ভালোবাসা কারা যেন বিছিয়ে রেখেছে দাওয়ায়
মায়ার সীমান্ত ছুঁয়ে মাথা নিচু দূর্বাঘাস, একলা
শালিখপাখি, রোগা পাঁচিলের কাঁখে ঘুমোয় বিড়াল
শিস দিয়ে রেলগাড়ি গেলে ভোর পাশ ফিরে শোবে
বাঁশের সাঁকোর গায়ে শিশিরের শান্তি লেগে আছে…
স্বপ্নের ভিতরে সবই, স্বপ্নের ভিতরে, অন্য কোনওখানে নয়।
'হতভাগার ভিট দিয়ে'
অবেলার ঘুম ভাঙার পরে যেরকম হয়। অনেকক্ষণ আগেই ফুরিয়ে গেছে আগের দিনের সূর্য। ভিখারির ভাতের থালার মতো গোটা আকাশ, রোদ্দুরের দানাগুলো কালো জিভ বুলিয়ে চেটেপুটে সাফ। ফুটপাতে রাখা উনুনের মতো একটু একটু করে নিভে আসছে ধিকিধিকি বিকেলের শেষটুকু। আলো জ্বালানো হয়নি ঘরে এখনও। ভালো লাগছে, এমনিই, অন্ধকারে গা মিশিয়ে বসে থাকতে। অবেলার প্রেম ভাঙার পরে যেরকম হয়।
কলকাতা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি নিয়ে গবেষণা করছেন। অনর্থনীতির উপাসক। নিবাস কোন্নগর। হাজরাতে দোল খেলার সুযোগ ঘটেনি, তবে পাঁজরাতে চোরা মফস্বল পুষে রাখার বদভ্যাস আছে। কবিতা ও কুকুরের সঙ্গে কোন নগরে সময় কাটান তা কেউ জানে না। প্রকাশিত কাব্যগ্রন্থ 'ভাঙা বিকেলের টুকরো'।