(Poetry)
ক)
মৃত্যু, তোমাকে দেবো না চাঁদের আসর
শূন্যতার পিঠে রাত্রির ওজন ভারি হয়ে আসে
আড়াল রেখে ক্রমশ ছড়ায় নাটকের সংলাপ
সাফল্য এত দূর
মনে হয়, বিদেশে ছুটি কাটাতে গেছে।
আঘাতচিহ্নে চাঁদের ধার কেটে কেটে অপূর্ব এক মালা
হাতে জড়িয়ে দীর্ঘ, সাদা
ঝুলে পড়েছে পিতৃশোকে (Poetry)
খ)
এ শোক লইয়া আমি কী করিব?
কিঞ্চিত মদ্যপান?
অথবা তাঁবু ফেলে সার্কাসের ভেতর অনন্ত সঙ্গম
বিষাদের ডোরাকাটা দাগ দেখে ভয় হয়—
আমাকেও টেনে নিয়ে যাবে না তো তোমার হৃদয়? (Poetry)
সাদা-কালো লেখা: রাহুল পুরকায়স্থ
গ)
হৃদয় আকারবিহীন,
ভাঙা বাড়ির ভেতর ঢুকে পড়া ফড়িং
ছটফটিয়ে মরে যাবে তিন মাস পর;
ওকে পানি দাও, শেষের বাতাস—
পত্রে লিখ,
জন্ম থেকে এ অসুখ আমৃত্যু পাখিটির ডানায় (Poetry)

ঘ)
বারো দিনে ডানায় পালক,
ত্রয়োদশী অবিচারে— বিপদসঙ্কুল
অথচ মেঘের কথা বলতেই ফেটে যাচ্ছে জল
আধপোড়া দেহ দেখে
পাশাপাশি কেউ কাঁদছে না
একটু দূরে
চোখ বোজার আগে ঝুঁকে পড়ল ডুমুরগাছের স্মৃতি (Poetry)
ঙ)
স্মৃতি মাটিসর্বস্ব
খননদৃশ্যে চমকে যাওয়ার কোনও উল্লেখ নেই
কেবল পিতৃবিয়োগের দিন
তারিখ থেকে লালদাগটুকু তুলে নিলে
পিঠের জামাটি ক্রমশ বড় হয়ে আসে। (Poetry)
পেশায় ইঞ্জিনিয়ার, কবি, সমালোচক
One Response
আমার অতি প্রিয়