(Poetry)
লাই ডিটেক্টর
হতাশা তোমাকে ডেকে নিয়ে যায় ভরদুপুরে
পাড়ার বাজার ঘুরে কুড়িয়ে পাও ফর্দর হিসাব
কয়েকটি সংখ্যার গুণিতকে, হিসেব কষে দেখো
আয় ও ব্যয়ের সমানুপাত ঠিকই আছে।
ঘরে ফিরে ছিপি খোলো ভরসার বোতল নিয়ে
তারপর দেখো কবেকার কাচের পাত্রে
শুকিয়ে রয়েছে স্মরণীয় জুস
তৃষ্ণার খুব নিকটে স্বর্গীয় পেয়ালা রাখা
এরকম চিত্রের কাছে ভ্রমর ভুলে রইল
কিছুক্ষণ থেমে কয়েকটি ভাবনা থেকে তুলে নাও মুঠোফোন,
ডায়াল করো সংখ্যার গতিচিহ্ন
তারপর ক্রমশ রিং হয়ে ঘুরতেই থাকো, ঘুরতেই থাকো
কেউ বুঝতেও পারে না হতাশার মধ্যে ডাক দিচ্ছ
আর এসবের আড়ালে তোমার নকল স্বর,
নিরন্তর ষড়যন্ত্র করে চলেছে…(Poetry)


শিখণ্ডী
পোড়া জতুগৃহের নিকটে জমে থাকা ছাই
তুলে আনে দায়ভার, মহাযজ্ঞশালার বিজনে
খেলাকে ঘুরিয়ে দিয়ে শকুনির পাশা শুধু জানে
কত দানে কার স্মৃতি কতটা পোড়াবে
নিয়ম পতিত হয়। অদ্বিতীয় একলব্যের কর্তিত
বৃদ্ধাঙ্গুলি উৎসর্গ পেরোয় সামাজিক কসাইখানায়
অযথা নিরীহ বালকের শোণিত যাত্রায়
ভিজে যায় স্থল জল অন্তরীক্ষমূল
উদবাস্তু পথিকের ভিড় কমাতে আগুন গোগ্রাসে
গিলে নেয় খান্ডবের বন
শেষ অন্ত্যমিলে পাওয়া প্রারব্ধ হিসেব
ধ্বংসের আওয়াজ আনে, অর্জুনের স্মৃতিবিদ্ধ তীরে
ভীষ্মের অমেয় প্রতিজ্ঞার ফাঁকে-ফাঁকে
ভুয়ো দায়-দায়িত্বের প্রগাঢ় গান্ডীব হাতে নিয়ে
শিখণ্ডী দাঁড়িয়ে আছে লিঙ্গহীন অপত্য জগতে (Poetry)
দিল-ই-ইলাহী
কোমা থেকে জাগ্রত হবার পর তার মনে হল
মস্তিষ্কের হিলহিলে পাহাড়ি পথে
উলের পোশাক হয়ে দুলছিল
তারপর কোথাও একটা জমতে জমতে
নীল বরফের কাঠিন্য থেকে সামান্য মদের
গেঁজলায় যেন ঢুকে পড়েছিল অনন্ত শরীর সাগরে
অথচ বাইরে তার ডিএনএ ক্লোন করে
হেঁটে বেড়াচ্ছে মাছি, মশা ও মানুষ
ছোট একটা প্রাণ, ঘুরে ঘুরে কত কিছুই না দেখে
শব্দের পাশে শব্দ এসে পড়ে, ঢেকে দেয় অ আ ক খ
মূর্খের ধর্মশালায়, অর্বাচীন বুঝতেও পারে না
পৃথিবীর অনতিদূরেই ভিন্ন ভিন্ন কক্ষে
তার জলীয় তেষ্টা, দিল-ই-ইলাহি,
অনেক অভাব নিয়ে বড় হবার চেষ্টা করছে। (Poetry)

মুদ্রিত ও ডিজিটাল মাধ্যমে সর্বস্বত্ব সংরক্ষিত
অলংকরণ- আকাশ গঙ্গোপাধ্যায়
সৌমাল্য গরাই
জন্ম ১ লা জুলাই, ১৯৯৭
বাঁকুড়া জেলার এক প্রত্যন্ত গ্রাম, নাকাইজুড়ি। সেখানেই তার জন্ম, সেখানেই শিক্ষার সাথে বেড়ে ওঠা। বাঁকুড়া ক্রিশ্চান কলেজে স্নাতক এবং কলকাতার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে বাংলা বিষয়ে স্নাতকোত্তর বিভাগে উত্তীর্ণ। কবিতাই তার নিভৃত আশ্রয়, বেঁচে থাকার অক্সিজেন। বিভিন্ন পত্রপত্রিকায়, কবি লিখে চলেছেন। তার মধ্যে অন্যতম দেশ, কবিতা আশ্রম, কৃত্তিবাস, শ্রীময়ী, লালমাটি, রুখুডি ইত্যাদি।
