আজকে যদি পাখি হতুম
জামার বগল হাতায় থুই,
ইচ্ছে মতন যোজন পাড়ি
তুই আর আমি একলা নই।
নাই বা গেলাম নাক বরাবর
ভাবনাঘরে চুপটি ঘুম,
ঘ্যাঁয়াও ঘ্যাঁয়াও ঘ্যাঁঘাসুরের
স্বপ্ন জুড়ে হুতুমথুম।
স্কুল ফিরতি হিসেব নিকেশ
ওগুলো তো আমার নয়!
দেওয়াল জুড়ে ছায়াবাজি
কিম্বা খাতা গল্প হয়।
ক্লাসে বসে কান পেতে রই
কখন পড়ে ঘণ্টা ওই…
কই গো তুমি রবি ঠাকুর
ছোট্ট, তাই কি মানুষ নই!
প্রপা দে গঙ্গোপাধ্যায় পেশায় ডাক্তার, নেশায় কবি-গদ্যকার-লিমেরিকার। কবি ও কবিতার পরিমন্ডলে বড় হয়ে ওঠা প্রপার লেখা শুরু কবিতার হাত ধরে। এক অন্য ধরনের শৈলী-বর্ণ-ছন্দ-ভাবনা নিয়ে পথ চলার সূচনা মায়ের আঙুল ধরে। মা প্রখ্যাত কবি চিণ্ময়ী দে। সমাজ ও সময়, কলম, ষড়রিপু আর মনস্তত্ত্ব নিয়ে জাগলিং করার সাহচর্য ও সাহস যুগিয়েছে। মোদ্দা কথা হল, ইনি জাতে কলমচি তালে ডাক্তার। বোহেমিয়ান, ব্রাউনিয়ান প্রপার বিচরণ সাহিত্যের অন্দরে, বন্দরে।