সকলেরই যুক্তি আছে, পক্ষ আছে, প্রতিপক্ষ আছে।
আদর্শ কিছু আছে যার জন্য ছেঁড়া যায় ফুল,
বা মানুষ। তোমারও কি নেই?
তুমি আজ শান্ত হয়ে বোসো, তুমি ওঠো বিকেলের ট্রেনে
যুদ্ধ থেকে ছুটি নাও, ছুটি নাও উৎসব থেকে।
কেটে ফেলা ডানহাত বাম হাত তুলে ধরো আজ
ওইটুকু বুঝে নিয়ে যারা খুশি হতে চায়, হোক।
ঘাতকেরও যুক্তি আছে, শাণিত, অস্ত্রেরই মত প্রায়–
তর্ক থেকে ছুটি নাও। যারা জয়ী হতে চায়, হোক।
কলকাতা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি নিয়ে গবেষণা করছেন। অনর্থনীতির উপাসক। নিবাস কোন্নগর। হাজরাতে দোল খেলার সুযোগ ঘটেনি, তবে পাঁজরাতে চোরা মফস্বল পুষে রাখার বদভ্যাস আছে। কবিতা ও কুকুরের সঙ্গে কোন নগরে সময় কাটান তা কেউ জানে না। প্রকাশিত কাব্যগ্রন্থ 'ভাঙা বিকেলের টুকরো'।