হারিয়ে যাওয়ায় এখন শুধুই মানার ঘটা
কবির কথা ভুলতে বসি, বাজল কটা?
ঘড়ির কাঁটা ছুঁক না যতই সাত-সতেরো
মিলছে না আর আকাশ দেখার সে অংকটা!
পুরীর সাগর, জগন্নাথের দেউল পানে
কোভিডবাবা রথের সওয়ার, অস্ত্র হানে
দার্জিলিংয়ের বরফ দেখায় পড়ল বালি
এই বছরেও পুজোর ছুটি, ঘরের কোণে।
পায়ের তলায় সরষেরা সব ফুটতে থাকে
দিঘার বালি, মাদারমণি পায়ের ফাঁকে
মুখোশ এঁটে বালিশ ঠেসে যতই আয়েস
ততই ভ্রমণ-গন্ধ আসে এ মোর নাকে!
সৌতুমি অর্থনীতির ছাত্রী। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এম ফিল করেছেন। খুব ছোটবেলা থেকেই আঁকতে ভালবাসেন। খবরের কাগজে প্রকাশিত ছবি দেখে আঁকার চেষ্টা করতেন। তাঁর খুব পছন্দের বিষয় কার্টুন ডুডল। সেই ভালবাসার টানেই তিনি কলকাতার কার্টুনদল-এ যোগ দেন ২০১৯ সালে।