Generic selectors
Exact matches only
Search in title
Search in content
Post Type Selectors

লকডাউনের ছড়া

Illustration by Upal Sengupta
Bookmark (0)
Please login to bookmark Close

ছড়া – ১

মাথার ভিতর দুষ্টু পোকা খেলছে রোজই
তুই না আমি জিতব কে রে ?
দত্যি দানো সবাই যেন যায় লুকিয়ে,
কার যে ভয়ে দেশ জুড়ে আজ
চুপ থাকে সব, মিথ্যে ওড়ে।
রাক্ষসে আর খোক্কসে কয়,
রোগের পোকা করবই জয়।
বিশ্ব জুড়ে ছানা পোনা
করোনাকে ভয় পাবে না!

লকডাউনের এই বাজারে,
এই তো সময়
দেওয়াল জুড়ে অন্ধকারে
কাটাকুটি, ছায়াবাজি
রূপকথা আর জলপরীদের
আঁকিবুকি স্বপ্নে বাজি।
বইগুলো সব ধুলো মুছে
তাক থেকে পাই আবার খুঁজে
আবার দেখা, সেই পুরনো নাবিক আমি
মন সাগরে নোঙর নামাই জোয়ার আনি।

 

Illustration by Upal Sengupta

ছড়া – ২

সময় নাকি এগোয় খালি
ফিজিক্স বইয়ের পাতার মতো,
গরুর গাড়ির চাকার মতো
এখন তবে কোন ম্যাজিকে
রুটিন গেল ঘুমপাড়ানি যাদুর ঘরে?

বন্ধু যারা বন্দি ঘরে
কড় গুনে রোজ হিসেব করে,
তাদের টেবিল খাবার যা চাই,
গুপি বাঘার তিনটি বরে।
তাও কেন আজ অভাব বোধ হয়,
বোধহয় ভালবাসার তরে।

যাদের ঘুমে রুটি ভাসে
খিদের পেটে স্বপ্ন পাশে
তাদের চালে টিনের আওয়াজ
বৃষ্টি ঝেঁপে আঁধার আসে।
কালকে আবার ভোরের তরে
আশায় ছোট্ট বুকটি ভরে।

প্রপা দে গঙ্গোপাধ্যায় পেশায় ডাক্তার, নেশায় কবি-গদ্যকার-লিমেরিকার। কবি ও কবিতার পরিমন্ডলে বড় হয়ে ওঠা প্রপার লেখা শুরু কবিতার হাত ধরে। এক অন্য ধরনের শৈলী-বর্ণ-ছন্দ-ভাবনা নিয়ে পথ চলার সূচনা মায়ের আঙুল ধরে। মা প্রখ্যাত কবি চিণ্ময়ী দে। সমাজ ও সময়, কলম, ষড়রিপু আর মনস্তত্ত্ব নিয়ে জাগলিং করার সাহচর্য ও সাহস যুগিয়েছে। মোদ্দা কথা হল, ইনি জাতে কলমচি তালে ডাক্তার। বোহেমিয়ান, ব্রাউনিয়ান প্রপার বিচরণ সাহিত্যের অন্দরে, বন্দরে।

Picture of প্রপা দে গঙ্গোপাধ্যায়

প্রপা দে গঙ্গোপাধ্যায়

প্রপা দে গঙ্গোপাধ্যায় পেশায় ডাক্তার, নেশায় কবি-গদ্যকার-লিমেরিকার। কবি ও কবিতার পরিমন্ডলে বড় হয়ে ওঠা প্রপার লেখা শুরু কবিতার হাত ধরে। এক অন্য ধরনের শৈলী-বর্ণ-ছন্দ-ভাবনা নিয়ে পথ চলার সূচনা মায়ের আঙুল ধরে। মা প্রখ্যাত কবি চিণ্ময়ী দে। সমাজ ও সময়, কলম, ষড়রিপু আর মনস্তত্ত্ব নিয়ে জাগলিং করার সাহচর্য ও সাহস যুগিয়েছে। মোদ্দা কথা হল, ইনি জাতে কলমচি তালে ডাক্তার। বোহেমিয়ান, ব্রাউনিয়ান প্রপার বিচরণ সাহিত্যের অন্দরে, বন্দরে।
Picture of প্রপা দে গঙ্গোপাধ্যায়

প্রপা দে গঙ্গোপাধ্যায়

প্রপা দে গঙ্গোপাধ্যায় পেশায় ডাক্তার, নেশায় কবি-গদ্যকার-লিমেরিকার। কবি ও কবিতার পরিমন্ডলে বড় হয়ে ওঠা প্রপার লেখা শুরু কবিতার হাত ধরে। এক অন্য ধরনের শৈলী-বর্ণ-ছন্দ-ভাবনা নিয়ে পথ চলার সূচনা মায়ের আঙুল ধরে। মা প্রখ্যাত কবি চিণ্ময়ী দে। সমাজ ও সময়, কলম, ষড়রিপু আর মনস্তত্ত্ব নিয়ে জাগলিং করার সাহচর্য ও সাহস যুগিয়েছে। মোদ্দা কথা হল, ইনি জাতে কলমচি তালে ডাক্তার। বোহেমিয়ান, ব্রাউনিয়ান প্রপার বিচরণ সাহিত্যের অন্দরে, বন্দরে।

Subscribe To Newsletter

কথাসাহিত্য

সংস্কৃতি

আহার

বিহার

কলমকারী

ফোটো স্টোরি

উপন্যাস