Generic selectors
Exact matches only
Search in title
Search in content
Post Type Selectors

অনিল কপূরকে সতেরোটা চড়!!!

বাংলালাইভ

নভেম্বর ১, ২০১৯

Bookmark (0)
Please login to bookmark Close

অনিল কপূর এক জন পার্ফেকশনিস্ট| মানে যত ক্ষণ না ছবির কোনও দৃশ্য মনের মতো হচ্ছে উনি বার বার সেই দৃশ্যের টেক দিতেই থাকেন| এমনই একটা ঘটনার সম্মুখীন হয়েছিলেন অভিনেতা জ্যাকি শ্রফ| বলিউডের ক্লাসিক ছবি ‘পরিন্দা’ তিরিশ বছর পূর্ণ করলো| বিধুবিনোদ চোপড়া পরিচালিত এই ছবি মুক্তি পেয়েছিল নভেম্বর ৩‚ ১৯৮৯ সালে| অনিল কপূর এবং জ্যাকি শর্ফ ছড়াও ছবির প্রধান চরিত্রে দেখা গেছিল নানা পটেকর আর মাধুরী দীক্ষিতকে|

While displays of affection are commonplace in Bollywood today, 30 years ago such scenes were few and far in between. Have a look at the trials and tribulations behind shooting one such scene. #30YearsOfParinda @MadhuriDixit @AnilKapoor @bindasbhidu #Parinda pic.twitter.com/4L3XCA5lir— Vidhu Vinod Chopra Films (@VVCFilms) 1 November 2019

‘পরিন্দা’-র তিরিশ বছর পূর্ণ হওয়ার আনন্দে ছবির পরিচালক সোশ্যাল মিডিয়াতে ছবিকে ঘিরে বিভিন্ন ঘটনার কথা উল্লেখ করেন| একই সঙ্গে ছবির বেশ কয়েকটা দৃশ্যও উনি শেয়ার করেছেন| তেমনই একটা ভিডিওতে ছবির প্রস্তুতকারক জানিয়েছেন অনিল কপূর এই ছবির একটা দৃশ্য একাধিকবার শ্যুট করেন| অবশেষে সতেরোবার শ্যুট করার পর ফাইনাল কাট পাওয়া যায়|

জ্যাকি শ্রফও ছবির শ্যুটিং চলাকালীন নিজের অভিজ্ঞতার কথা জানিয়েছেন| ওঁর কথায় ‘ এই ছবিতে অনিল কপূর আমার ভাইয়ের চরিত্রে অভিনয় করেছিল| একটা দৃশ্যে বড় দাদা রেগে গিয়ে চড় মারে ছোট ভাইকে| প্রথমবারেই দৃশ্যটা ওকে ছিল| কিন্তু অনিলের পছন্দ হল না| আমি ওকে আরও এক বার চড় মারলাম‚ তাতেও হল না| অবশেষে সতেরো বার চড় মারার পর ওই শট ওকে করা হল| প্রতি বারই আমাকে জোরে চড় মারতে হয়েছিল| কারণ নকল চড় মারলে আবার অনিল ঠিক মতো এক্সপ্রেশন দিতে পারছিল না|
জাত অভিনেতারা বোধ হয় এ রকমই হন।

Banglalive.com Logo

বাংলালাইভ একটি সুপরিচিত ও জনপ্রিয় ওয়েবপত্রিকা। তবে পত্রিকা প্রকাশনা ছাড়াও আরও নানাবিধ কর্মকাণ্ডে জড়িয়ে থাকে বাংলালাইভ। বহু অনুষ্ঠানে ওয়েব পার্টনার হিসেবে কাজ করে। সেই ভিডিও পাঠক-দর্শকরা দেখতে পান বাংলালাইভের পোর্টালে,ফেসবুক পাতায় বা বাংলালাইভ ইউটিউব চ্যানেলে।

Picture of বাংলালাইভ

বাংলালাইভ

বাংলালাইভ একটি সুপরিচিত ও জনপ্রিয় ওয়েবপত্রিকা। তবে পত্রিকা প্রকাশনা ছাড়াও আরও নানাবিধ কর্মকাণ্ডে জড়িয়ে থাকে বাংলালাইভ। বহু অনুষ্ঠানে ওয়েব পার্টনার হিসেবে কাজ করে। সেই ভিডিও পাঠক-দর্শকরা দেখতে পান বাংলালাইভের পোর্টালে,ফেসবুক পাতায় বা বাংলালাইভ ইউটিউব চ্যানেলে।
Picture of বাংলালাইভ

বাংলালাইভ

বাংলালাইভ একটি সুপরিচিত ও জনপ্রিয় ওয়েবপত্রিকা। তবে পত্রিকা প্রকাশনা ছাড়াও আরও নানাবিধ কর্মকাণ্ডে জড়িয়ে থাকে বাংলালাইভ। বহু অনুষ্ঠানে ওয়েব পার্টনার হিসেবে কাজ করে। সেই ভিডিও পাঠক-দর্শকরা দেখতে পান বাংলালাইভের পোর্টালে,ফেসবুক পাতায় বা বাংলালাইভ ইউটিউব চ্যানেলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Newsletter

কথাসাহিত্য

সংস্কৃতি

আহার

বিহার

কলমকারী

ফোটো স্টোরি

উপন্যাস