কিছু সহজ উপায় যা মেনে চললে আপনার সময় এবং অর্থ দুই বাঁচবে|
১) বিমান পথে যাত্রা করার সময় সুটকেস বা স্ট্রলির হ্যান্ডলে একটা উজ্জ্বল কাপড় বা ফিঁতে বেঁধে নিন | এতে সহজেই আপনার জিনিস দূর থেকেই সনাক্ত করতে পারবেন|
২) মোবাইল ফোন দ্রুত চার্জ করতে তা এয়ারপ্ল্যেন মোডে দিয়ে চার্জ করুন|
৩) কাপড়ের জুতোকে ওয়াটরপ্রুফ করতে জুতোর গায়ে মোম ঘষে নিন |
৪) দরকারি নথিপত্র নিয়ে বাইরে বেরোনোর আগে অবশ্যই তার ছবি তুলে রাখুন| অসাবধনাতা বশত যদি তা হারিয়ে ফেলেন তখন কাজে লাগবে|
৫) বোতাম দেওয়া জামা ইস্ত্রি করার সময় জামা উল্টে নিন| এতে সহজেই বোতামের ওপর ইস্ত্রি করতে পারবেন|
৬) ডাস্টবিনের নীচের অংশে পুরনো খবরের কাগজ দিয়ে দিন | ঝোল যুক্ত খাবার ফেললে খবরের কাগজ তা শুষে নেবে|
৭) আপনার ব্লাড গ্রুপ ‚ শারীরিক কোনও অসুস্থাতা আছে কী না বা কোনও ওষুধে আপনি অ্যালার্জিক কি না তা লিখে সব সময় সঙ্গে রাখুন| এক দিন হয়তো এর ফলে আপনার জীবন বেঁচে যেতে পারে|
৮) ব্যাটারি ঠিক আছে কী না তা বোঝার জন্য ব্যাটারি ৬ ইঞ্চি ওপর থেকে আছড়ে মারুন| যদি দেখেন ব্যাটারি আলতো করে মাটিতে পরছে তা হলে বুঝবেন ব্যাটারি ঠিক আছে | আর যদি দেখেন ব্যাটারি বার বার বাউন্স করছে তাহলে বুঝবেন ব্যাটারি ঠিক নেই|
৯) নিয়মিত ব্যাবহারে আইফোনের চার্জারের তাড় নষ্ট হয়ে যায় | তা রোধ করতে পুরনো কোনও পেনের স্প্রিং লাগিয়ে নিন|
১০) দ্রুত পানীয় ঠান্ডা করতে একটা ভিজে রুমাল বোতলের গায়ে জড়িয়ে ফ্রিজারে ভরে দিন | ১৫ মিনিটের মধ্যে পানীয় ঠান্ডা হয়ে যাবে|
১১) কলা কিনে আনার দু’দিনের মধ্যেই তা কালো হয়ে যায় | এটা আটকাতে কলার বোঁটার দিকটা ভালো করে প্ল্যাস্টিক দিয়ে বেঁধে রাখুন |
১২) ফল কেটে রাখলে তা কিছুক্ষণের মধ্যে লাল হয়ে যায়‚ বিশেষত আপেল | এটা যাতে না হয় তার জন্য এক চামচ মধু আর দু চামচ জল ভাল করে মিশিয়ে নিন |এর পর ফলের ওপর এই মিশ্রণ ছড়িয়ে দিন |
১৩) রসুনের খোসা সহজে ছাড়াতে ১ মিনিট রসুন মাইক্রোওয়েভ করে নিন | যাঁদের মাইক্রোওয়েভ নেই তাঁরা ঠান্ডা জলে রসুনের কোয়া ভিজিয়ে রাখুন |
১৪) আলু ভাজা মুচমুচে করতে আলু কেটে তা কিছুক্ষণ নুন জলে ভিজিয়ে রাখুন |
১৫) পেঁয়াজ কাটতে গিয়ে চোখের জলে নাকের জলে অবস্থায় না পড়তে চাইলে পেঁয়াজ কাটার সময় মুখে একটা চিউয়িং গাম চেবান |
১৬) মিক্সারের ধার ফেরাতে শুধু নুন দিয়ে মিক্সার চালিয়ে নিন | আবার ধার ফিরে আসবে |
১৭) কম তেলে লুচি ভাজতে চাইলে ময়দার লেচি একটা এয়ারটাইট পাত্রে ভরে তা ফিজে রেখে দিন | এতে লুচি মুচমুচে হবে এবং একই সঙ্গে কম তেল লাগবে |
১৮) মাশরুম টাটকা রাখতে খবরের কাগজ দিয়ে ভালো করে মুড়িয়ে রাখুন |
১৯) রুটি নরম করতে আটা বা ময়দা মাখার সময় তাতে একটু টক দই বা গরম দুধ মিশিয়ে দিন |
২০) দুধ যাতে উথলে না পড়ে সে জন্য দুধের বাটির ওপর আড়াআড়ি একটা কাঠের খুন্তি বা হাতা রেখে দিন |
বাংলালাইভ একটি সুপরিচিত ও জনপ্রিয় ওয়েবপত্রিকা। তবে পত্রিকা প্রকাশনা ছাড়াও আরও নানাবিধ কর্মকাণ্ডে জড়িয়ে থাকে বাংলালাইভ। বহু অনুষ্ঠানে ওয়েব পার্টনার হিসেবে কাজ করে। সেই ভিডিও পাঠক-দর্শকরা দেখতে পান বাংলালাইভের পোর্টালে,ফেসবুক পাতায় বা বাংলালাইভ ইউটিউব চ্যানেলে।