(Little Magazine)

।। প্লবতা ।।
সুইয়ের পুচ্ছে বাঁধা যে লম্বা সোনালি সুতাটি,
তারই এক অনিঃশেষ আঁকাবাঁকা ভ্রমণকাহিনি
সুরেলা হাতের সুরকুশলতায়
রূপকথা হয়ে বেজে ওঠে নকশিকাঁথায়।
আর সুইয়ের ডিএনএ-তেই আছে কারুশিল্প
যেমন চেয়ারের মর্মে লীন হয়ে থাকে তার প্লবতাশক্তি।
চেয়ারের ওই প্লবতাশক্তিই কেদারা-নশিনকে ভাসিয়ে রাখে
ক্রমপদোন্নতির পথে।
কোলাহল-বিষে দিগ্ধ দার্শনিক ওহে,
আজ হয়ে ওঠো অতিদহনে বিদগ্ধ। (Little Magazine)
।। প্রাত্যহিকতা।।
কী যেন কমতি আছে আজ
কবরগাহের পেশাদার রুদালির রোদনের মধ্যে,
ভাংরির ভার-কাঁধে একা-একা হেঁটে-যাওয়া হকারের হাঁকের মধ্যে।
ব্যস্ত মায়ের পিছে ঘুরতে-থাকা শিশুটির
পুনঃ পুনঃ অনুযোগধ্বনির ভেতর।
কিন্তু ওই তো সেই একই বিলাপভঙ্গি,
হকারের সেই দুপুর-চেরা প্রলম্বিত হাঁক
সেই একই প্লবগতি খরগোশ আর তার মরমি-মধুর চঞ্চলতা,
মায়ের পিছে-পিছে শিশুর উপর্যুপরি অনুযোগধ্বনি…
আগের মতোই আছে সব।
তবু কেন মনে হচ্ছে কোথায় কী যেন খামতি আছে আজ,
ফসফরাসের, লুসিফেরিনের। (Little Magazine)


।। আশ্রয়।।
যেইখানে তুমি নেই একবারে, সেখানেও খুঁজে পাই
মাতাল যেমন রোদের মধ্যে মদিরার ঘ্রাণ পায়।
অনশনকারী কায়মনোদরে প্রতীক্ষা করে তাই
সেই লোকটির যিনি এসে শেষে ভাঙাবেন অনশন।
আমিও তেমনই তোমার সে-উদ্ভাসের প্রতীক্ষায়
নিবিষ্ট থাকি, মেলে রেখে ফুলচন্দন আয়োজন।
হয়তো ভাববে সবকিছু মেকি, সবটাই প্রহসন।
প্রহার করবে, পকেটমারকে যেভাবে প্রহার করে।
ভয়ে, বিস্ময়ে, অভয়াশ্রয়ে তোমাকেই তবু আমি
জড়িয়ে ধরব। ভক্ত, তাই তো তীর্থেই এসে থামি।
ভক্তের মন সমস্ত ক্ষণ তীর্থ ঘিরেই ঘোরে
মা-র হাতে মার খেয়ে শিশু তবু মাকেই জড়িয়ে ধরে। (Little Magazine)
।। শিশুসুলভ ।।
কত কিছু উড়ে এসে পড়ে শিশুদের ফাঁকা মনে
আর উড়ে যায় পরক্ষণে!
নবীন মানব তাই চিরকালই অস্থির, চঞ্চল।
তাই কি তাদের বোল ফোটে অসংলগ্ন, দ্রুত, অনর্গল!
প্রশান্ত ঘুমের মধ্যে ঝলকানি দিয়ে ওঠে
নির্দন্ত মুখের হাসি, স্ফূরিত অধর, বাকস্ফূর্তি…।
এভাবেই ঘুমন্ত শিশুর অবয়বে
দুলে ওঠে দেয়ালা-ভাষার রীতিবিধি–
স্বচ্ছ, সাবলীল।
এতসব কি মায়েরা জানে?
–জানে। তবে সব তো জানে না
শিশুর ভাবনার সঙ্গে তাই প্রতিনিয়ত সংলাপ চলে মায়ের বোধের।
অস্থির অসম সে-সংলাপকালে, মাঝে-মাঝে, নবীন শিশুর
আচমকা-ধারালো ভাবনার সঙ্গে ধাক্কা খেয়ে
বেমক্কা কয়েক পাক ঘুরে ওঠে মায়েদের, বাবাদের বোধ। (Little Magazine)


।। বিস্ময় ।।
পৃথিবীর সবগুলি বিস্ময়চিহ্নের পাদদেশ থেকে ছুটে যাওয়া
গোল গোল সব বিন্দু
একযোগে গড়াতে গড়াতে শেষে
বীজাকারে ছড়িয়ে পড়েছে এই বিরান প্রান্তরে।
তা-ই থেকে গজিয়ে উঠেছে এই নতুন বিস্ময়-বনভূমি।
গাছগুলি আপাতদৃষ্টিতে আলুথালু, হুলুস্থুল;
সত্যান্তরে ঋজু ও সুঠাম।
ভিনগ্রহে কোনো শিশু মারা গেলে
এই গ্রহে সশব্দে ফোটে কোনো-না-কোনো একটি ফুল। (Little Magazine)
মুদ্রিত ও ডিজিটাল মাধ্যমে সর্বস্বত্ব সংরক্ষিত
(বানান অপরিবর্তিত)
অলংকরণ- আকাশ গঙ্গোপাধ্যায়
বাংলালাইভ একটি সুপরিচিত ও জনপ্রিয় ওয়েবপত্রিকা। তবে পত্রিকা প্রকাশনা ছাড়াও আরও নানাবিধ কর্মকাণ্ডে জড়িয়ে থাকে বাংলালাইভ। বহু অনুষ্ঠানে ওয়েব পার্টনার হিসেবে কাজ করে। সেই ভিডিও পাঠক-দর্শকরা দেখতে পান বাংলালাইভের পোর্টালে,ফেসবুক পাতায় বা বাংলালাইভ ইউটিউব চ্যানেলে।
