(Kumud Ranjan Mullick)
নীড় বলিছে ‘ওরে আমার পাখি
ওরে আমার গোপন বুকের ধন
আজকে ফিরিস সুনীল নভে ডাকি
বারেক এসে আমার কথা শোন।’
বিহগ বলে ‘মাগো আমার মা
তোমার কোলে এখন যাব না।
তোমার গভীর স্নেহের মধুর দান
বিশ্ববাসী আজকে করুক পান
যতক্ষণ এ কন্ঠে আছে শিষ
মাগো আমার বিলাইতে দিস।’ (Kumud Ranjan Mullick)
২
ভূধর বলে ‘নদী আমার নদী
আমার কোলে আয়রে ফিরে আয়,
শ্রান্ত যে তুই, ছুটিস নিরবধি,
ক্লান্ত দেহ বিশ্রামই ত চায়।’
কয় তটিনী ‘পিতা আমার পিতা’
নিভিয়ে যাই চোখের জলে চিতা
আনন্দকে পরিবেশন করি
তৃষ্ণাতুরের শ্রান্তিটুকু হরি।
পাষাণ পিতার বুকের সুধারাশি
পান করাতে বড়ই ভালবাসি।’ (Kumud Ranjan Mullick)
৩
বলেন কবি ‘ওরে আমার গীত
ওরে আমার বিজন ঘরের সুখ
নিস্ নে খবর, দেখছি যে তোর জিৎ
ছড়াস্ সুধা নিংড়ে নিয়ে দুখ।’
গীত বলিছে ‘সাথী আমার সাথী
কষ্টে দুখে কাট্ তো দোঁহার রাতি।
সত্য হলো ভাবতে যাহা ভুল,
আমি তোমার নয়ন জলের ফুল
নিত্য আমি তোমার খবর নিই,
তোমার ব্যথা সবার করে দিই।’ (Kumud Ranjan Mullick)
কুমুদরঞ্জন মল্লিক রচিত কবিতা ‘নিষ্ক্রমণ’
বানান অপরিবর্তিত
বাংলালাইভ একটি সুপরিচিত ও জনপ্রিয় ওয়েবপত্রিকা। তবে পত্রিকা প্রকাশনা ছাড়াও আরও নানাবিধ কর্মকাণ্ডে জড়িয়ে থাকে বাংলালাইভ। বহু অনুষ্ঠানে ওয়েব পার্টনার হিসেবে কাজ করে। সেই ভিডিও পাঠক-দর্শকরা দেখতে পান বাংলালাইভের পোর্টালে,ফেসবুক পাতায় বা বাংলালাইভ ইউটিউব চ্যানেলে।