(Sleep Apnea)
ঘুম আমাদের শরীরের জন্য ভীষণ important. It’s not only rest, but more than that এটা সকলেই জানেন। কিন্তু আপনার ঘুম কতটা “healthy” কতটা “peaceful” সেটা জানেন তো? (Sleep Apnea)
আমরা প্রায়শই মজা করে বলি, “কি ঘুম দিলি রে! একেবারে নাক ডেকে রাজসিক ঘুম!”— এই কথা আমরা প্রায়ই বলি, তাই না?
কিন্তু, জানেন কি বাস্তবটা ঠিক তার উল্টো। নাক ডাকা মানেই গভীর ঘুম নয়। বরং, অনেক সময় নাক ডাকার মানে হচ্ছে—লোকটি ঘুমের মধ্যে আসলে শ্বাস নিতে লড়াই করছে। আর এই নাক ডাকা তাই অনেক সময় ইঙ্গিত দেয় এক প্রাণঘাতী অসুখের— Obstructive Sleep Apnea (OSA)
আরও পড়ুন: বিনাইন প্যারোক্সিজমাল পসিশানাল ভার্টাইগো
এ যেন এক নিঃশব্দ ঘাতক… A silent killer…
সেলিব্রিটি বাপ্পি লাহিড়ীর মৃত্যুও হয়েছিল এই রোগের করাল ছায়ায়, অনেকেরই মনে আছে নিশ্চয়ই। (Sleep Apnea)
কী এই Sleep Apnea?
“Apnea” মানে হচ্ছে কিছু সময়ের জন্য শ্বাস বন্ধ হয়ে যাওয়া। আর ঘুমের মধ্যে যখন বারবার এই শ্বাস বন্ধ হওয়ার ঘটনাটি ঘটে, তখন তাকে বলা হয় sleep apnea.
Sleep apnea রোগীদের ঘুমের মধ্যে বারবার শ্বাসনালী বন্ধ হয়ে যায়, ফলে শরীরের অক্সিজেন মাত্রা ভয়ানকভাবে কমে যায়।

Sleep apnea কীভাবে বুঝবেন?
এর জন্য sleep apnea-র unique sleep pattern টা জানা দরকার:
ঘুমের সাথে সাথে অস্বাভাবিক নাক ডাকা > নাক ডাকতে ডাকতে হঠাৎ ৩০ থেকে ৪০ সেকেন্ড নিস্তব্ধতা বা শ্বাস বন্ধ থাকা (যাকে বলে apnea spell ) > তারপর ঝাঁকুনি দিয়ে ঘুম ভাঙা বা আবার প্রচণ্ড জোরে শ্বাস নিয়ে নাক ডাকা।
মানে, breathing> apnea> breathing- এই cycle সারা রাত চলতে থাকা। (Sleep Apnea)
এভাবে প্রতি ঘণ্টায় ৬০-১২০ বার বা আরও বেশি এই apnea spell এই রোগীদের হতে পারে (depending upon severity)। ফলত, সারা রাত ঘুম ভেঙে যায় বারবার, এবং শরীরে দীর্ঘস্থায়ী অক্সিজেনের ঘাটতি তৈরি হয়। এতে brain সহ সমস্ত vital organs ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হতে থাকে দিনের পর দিন।
“যদি আপনার কাছের কেউ নাক ডাকে বা ঘুমের সমস্যা থাকে , অবহেলা না করে একবার পরীক্ষা করিয়ে নিন। আপনার এটুকু সচেতনতা কারও জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে।”
Sleep disturbance এর জন্য স্বাভাবিক ভাবেই যে symptoms গুলো দেখা যায়, তা হল —
- দিনভর ক্লান্তি বা ঘুমঘুম ভাব
- ঘুমিয়ে ঘুমিয়ে চমকে উঠা
- একটুতেই রেগে যাওয়া
- দিনভর মাথাব্যথা, mood swings, irritability
- স্মৃতিশক্তি ও মনঃসংযোগে সমস্যা
Delay in diagnosis বা দীর্ঘদিন Neglect করলে কী হতে পারে?
হতে পারে— Heart Attack, Stroke, Sudden Cardiac arrest. হতে পারে Uncontrolled উচ্চ রক্তচাপ, Diabetes, Kidney damage, Mood disorders, Depression, Memory loss, Lack of concentration. (Sleep Apnea)

এই রোগীদের শরীরের কিছু বৈশিষ্ট্য থাকে—
- সাধারণত এরা obese হন
- ঘাড়টা হয় short বা মোটা, Neck diameter স্বাভাবিকের তুলনায় বেশি হয়।
- বড় করে মুখ খুলে হা করতে পারে না, একে বলে Increased Mallampati score, এটা sleep apnea রোগীদের মাঝে খুব common একটা বৈশিষ্ট্য।
- ঘুমের সময় অন্য মাংসপেশির মতো শ্বাসনালির পেশিও এদের ক্ষেত্রে একটু বেশি শিথিল হয়ে যায়।
- এই ঢিলেমির কারণে বায়ু চলাচলে বাধা সৃষ্টি হয়, ফলে এরা maximum ক্ষেত্রে mouth breathing করতে শুরু করেন। (Sleep Apnea)
এছাড়াও, Enlarged tonsils/adenoids (especially in children), Nasal obstruction, Alcohol/Sedative use before bed, Smoking, এসবের জন্যও OSA-র Symptoms দেখা যায়।
এটা কিন্তু যে কোনও বয়সে হতে পারে— Even বাচ্চাদেরও।
সবচেয়ে বড় রিস্ক ফ্যাক্টর হল Obesity. তাই ওজন নিয়ন্ত্রণ করুন এখনই। এটা শুধু ঘুম নয়, জীবন বাঁচাতে পারে।
যদি আপনার কাছের কেউ নাক ডাকে বা ঘুমের সমস্যা থাকে, অবহেলা না করে একবার পরীক্ষা করিয়ে নিন। আপনার এটুকু সচেতনতা কারও জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। (Sleep Apnea)

কী কী টেস্ট করতে হবে?
Gold Standard Diagnostic test for Sleep Apnea is Polysomnography বা Sleep Study .
আপনার পাশের মানুষটি যদি এই লক্ষণ গুলো খেয়াল করেন, তবে অবশ্যই করে ফেলুন sleep study বা polysomnography test. (Sleep Apnea)
“যদি ডাক্তার CPAP machine ব্যবহারের পরামর্শ দেন, ভয় পাবেন না। মেশিনটা দেখে প্রথমে মনে হতেই পারে, ‘এটা পরে ঘুমানো কি আদৌ সম্ভব?’ কিন্তু আসলে, এটা এতটাই সফট আর হালকা যে ঘুমের কোনো অসুবিধাই হয় না।”
Treatment of Choice – CPAP Therapy.
CPAP machine টি ঘুমের সময় শ্বাসনালী খোলা রাখে। ফলে, নাক ডাকা কমে যায়, শ্বাস বন্ধ হওয়া বন্ধ হয়, রক্তে অক্সিজেনের মাত্রা স্বাভাবিক থাকে।
- এটি হৃৎপিণ্ড, মস্তিষ্ক, কিডনি এবং মন-মেজাজ— সব কিছু ভাল রাখে। (Sleep Apnea)

Sleep is not a luxury. It is a basic human necessity.
যদি আপনার প্রিয়জন নাক ডাকেন বা উপরের লক্ষণগুলো দেখেন, একবার Sleep Study করিয়ে নিন।
Diagnosis দেরি হলে damage কিন্তু হতে পারে permanent. (Sleep Apnea)
আর যদি ডাক্তার CPAP machine ব্যবহারের পরামর্শ দেন, ভয় পাবেন না। মেশিনটা দেখে প্রথমে মনে হতেই পারে, ‘এটা পরে ঘুমানো কি আদৌ সম্ভব?’ কিন্তু আসলে, এটা এতটাই সফট আর হালকা যে ঘুমের কোনও অসুবিধাই হয় না। ভয় পাওয়ার কিছু নেই। বরং এটিই এই রোগের একমাত্র লাইফ সেভার! যারা ব্যবহার করছেন, তারাই জানেন এর আসল উপকারিতা। (Sleep Apnea)
So, friends, wish you all a medically sound sleep- কারণ, ঘুম মানে শুধু বিশ্রাম নয়, ঘুম মানে নিজেকে নতুন করে গড়ে তোলার নীরব প্রস্তুতি।
(তবে মনে রাখবেন, নাক ডাকা মানেই sleep apnea নয়। কিন্তু, sleep apnea রোগীদের ক্ষেত্রে নাক ডাকা একটা মূল লক্ষণ।)
প্রতিবেদনটি ডক্টর্স ডায়ালগ থেকে পুনর্মুদ্রিত।বানান অপরিবর্তিত
প্যাথোলজিস্ট
