ইচ্ছে
অচেনা ইচ্ছের মাটি
কোন জলে এসে দেখা দেয়
তোমার ছায়ার পূর্বাকাশ?
দিঘি জানে তার দুই ধারে
ফুটেছে পলাশ!
প্রেম
যেন আনন্দ
পাখির মুকুট
আমাকে পরাও!
ভিক্ষুক
দেহগাছ, পাতার বদলে
খুলে দাও ভুল—
দুই হাতে
ঝরে পড়ে
জ্বলন্ত শিমূল!
রঙের সাহস
ঠিক এখনই
আমার দেহ
জানতে পারল
মেঘের উৎস
না-সচেতন
স্পর্শ তোমার
দম আটকে যায়
ঠিক এখনই
আমার নদীর
সব উপকূল
আঁকড়ে ধরল
বজ্রশাখা
পাশে বসেই
কথা বলছে
কিন্তু রঙের
বিন্দুমাত্র
সাহস তো নেই
তাকিয়ে দেখার
আবার আমার
মনের মধ্যে
ঝরে পড়ছে
ময়ূর ময়ূর
তাদের নাচের
বৃষ্টি-আওয়াজ
তোমার দিকেই
হ্যাঁ সচেতন
এগিয়ে যাচ্ছে
আমাকে নাও
এমন ইচ্ছে
জলন্ত সব
ইচ্ছে-পুষ্প
তোমায় দেব
বিকেল নামছে
মেঘের ভেতর
ঠিক এখনই
মেঘের ভেতর
ঝাঁপ দেওয়ার
আগে আমায়
বারণ করছে
বসুন্ধরা!
রাধিকা অপার
মাটি মন্দির
অষ্টধাতুর
শ্রী মোহন একা
চুরি গেছে তার
রাধিকা অপার
কতদিন হল!
পাশে ভাঙা বট
ভেজা নিম ডাল
আজ পূর্ণিমা
ওদের না-বলে
মাটি মন্দির
ছেড়ে শ্রী মোহন
খুঁজতে বেরোন
আমিও তো তাঁর
পিছনে হাঁটছি
আমরা দু’ভাই
রাধিকাবিহীন
যমুনাসকল
খুঁজতে খুঁজতে
এই বাংলায়
দোল এসে যায়!
*ছবি সৌজন্য: Photos.com
One Response
রংদোলের দিন এমন অসামান্য কবিতা উপহার ভাবাই যায় না !