মা আমাকে বলেছিল করোনার জন্য এবার বেড়াতে যাওয়া বন্ধ। কিন্তু এখন তো করোনার ওষুধ এসে গেছে। তাই মা আমাকে আর সন্দীপদাদাকে চিড়িয়াখানায় নিয়ে গিয়েছিল। আমি এবার চিড়িয়াখানায় গিয়ে একটা দারুণ জিনিস দেখেছি৷ ময়ূরের পেখম তোলা। মা বলেছিল বর্ষাকালে মেঘের ডাক শুনলে ময়ূরদের খুব আনন্দ হয়। তখন ওরা পেখম মেলে দিয়ে নাচ করে।
পাখিরা কি নাচ করতে পারে? আমি কখনও পাখির নাচ দেখিনি। পেখম মেলা ময়ূরও দেখিনি৷ কিন্তু এবার চিড়িয়াখানায় গিয়ে দেখতে পেলাম।
শুধু একটা জিনিস বুঝতে পারিনি প্রথমে। এখন তো বর্ষাকাল না, তাহলে ওর মনে আনন্দ হল কেন? পেখম মেলল কেন? আমরা ওকে দেখতে গেছি, সেই জন্য? মা তখন বলল, বর্ষাকালে আনন্দ হবার গল্পটা নাকি পুরোটা ঠিক নয়। ময়ূর আসলে পেখম ধরে নাচে যাতে মেয়ে ময়ূররা সেইটা দেখে ওদের কাছে চলে আসে আর ওদের ভাব হয়ে যায়। এই গল্পটা শুনে আমার খুব অবাক লাগল৷ কিন্তু দেখলাম কথাটা ঠিকই।
চিড়িয়াখানার ময়ূরের খাঁচাটায় একটা মেয়ে ময়ূরও ছিল। ওদের পেখম নেই। ছেলে ময়ূরটা পেখম ধরে মেয়েটার সামনে এসে পেখমটা তিরতির করে কাঁপাতে লাগল৷ ঠিক পাখার মতো৷ মা বলল ওইটাই ওদের নাচ৷ কিন্তু মেয়েটা খুব দুষ্টু৷ ওর কাছে এলই না৷ আর ছেলেটা তারপর পেখম নামিয়ে দিল৷
আমি ছবিতে দেখেছি ময়ূর পেখমের রঙ সবুজ৷ আর তার মধ্যে চোখের মতো ডিজাইন করা থাকে৷ কিন্তু চিড়িয়াখানার ময়ূরটার পেখমে একটুও সবুজ নেই৷ কেমন ছাই ছাই রঙ। খালি চোখগুলো আছে সুন্দর রঙ ভরা৷
দুগগামাসি বলল, ওদের পেখমের সব সবুজ পালক নাকি শীতকাল বলে ঝরে গেছে৷ তাই ওরকম দেখাচ্ছে। আমার অবশ্য তার জন্য কিছুই মনে হয়নি৷ কিন্তু মেয়ে ময়ূরটা কাছে না আসায় আমার রাগ হয়ে গেল। এত সুন্দর নেচে নেচে ডাকছে ছেলে ময়ূরটা, ও কেন না দেখে চলে গেল?
মা অবশ্য বলল, ডাকলেই কি যেতে হবে? তোমাকে একবার ডাকলেই কি তুমি আস? আমি কিছু বলিনি। কিন্তু আসলে আমি বলতে চাইলাম যে মা, তুমি পেখম মেলে ডাকলে আমি সব কাজ ফেলে চলে আসব, প্রমিস!
বৈশাখের বক্তব্যের ভিত্তিতে অনুলিখন: পল্লবী মজুমদার
বৈশাখের বয়স সাত। একদণ্ড স্থির হয়ে বসা তার না-পসন্দ। এই সে সাজছে পাওয়ার রেঞ্জার কিংবা স্পাইডারম্যান, পরমুহূর্তেই হয়ে যাচ্ছে সপ্তদ্বীপের রাজামশাই! এক্ষুণি পায়ে হাতে বাস্কেটবল, পাঁচ মিনিট পরেই পাজ়ল নিয়ে উপুড়। পড়াশুনো তার পোষায় না। সারাদিন ছবি আঁকা, খেলা, গল্প শোনা, লাফালাফি করাতেই তার প্রাণের আরাম। অ্যালার্জির জন্য অনেক কিছু খাওয়া তার বারণ। তা সত্ত্বেও আইসক্রিম, দইবড়া, মিষ্টি হলুদ পোলাও আর মাটন খেতে খুব ভালোবাসে বৈশাখ।
4 Responses
এরকম ময়ূর দেখে মেয়ে-ময়ূর আসবে না,তাও কি হয়?
বাঃ!
বাহঃ খুব ভালো লাগলো বৈশাখ তোমার আঁকা ! ছেলে ময়ূরটা কেন পেখম তুলে নাচ দেখালো জানো ? তোমার মতো বন্ধু কে দেখে ওর খুব আনন্দ হলো, তাই!!
বাহঃ খুব ভালো লাগলো বৈশাখ তোমার আঁকা ! ছেলে ময়ূরটা কেন পেখম তুলে নাচ দেখালো জানো ? তোমার মতো বন্ধু কে দেখে ওর খুব আনন্দ হলো, তাই!!