

























“ওঁ নিমজ্যাম্ভসি সম্পূজ্য পত্রিকা বর্জিতা জলে। পুত্রায়ুর্ধন বৃদ্ধর্থ্যং স্থাপিতাসি জলে ময়া।।”
দুর্গাপুজোর সর্বশেষ ধাপ হল বিসর্জন (Bijoya Dashami)। জলের মাধ্যমেই মাটির প্রতিমা পুনরায় প্রকৃতিতে মিশে যায়। ‘দশমী’ কথাটির মধ্যেই লুকিয়ে রয়েছে বাঙালির আবেগ ও মনখারাপ মিশ্রিত একটি অনুভূতি। অপেক্ষায় থাকতে হবে আরও একটা বছর। সাধারণত দুর্গাপুজোর শেষ হয় দশমীর মাধ্যমেই। (Bijoya Dashami)
বাঙালির সংস্কৃতিতে মা দুর্গা ঘরেরই মেয়ে। আর ঘরের মেয়ে ঘরে ফিরলে যেমন আনন্দ, যাওয়ার সময় তেমনই সবার চোখ ছলছল। বিজয়া দশমী সেই ভেজা চোখে বিদায়ের দিন। কলকাতা শহরে বনেদি বাড়ি হোক বা বারোয়ারি পুজো, বাড়ির মহিলারা একে একে বরণ করে প্রতিমাকে।
এরপর আসে মহিলাদের সিঁদুর খেলার পালা। কয়েকটি বনেদী বাড়িতে প্রথা মেনে দেওয়া হয় কনকাঞ্জলি। ধুনুচি নাচের সাথে প্রতিমা নিয়ে যাওয়া হয় গঙ্গার ঘাটে। সেখানে নৌকোতে চেপে বা মুটের কাঁধে করে বিসর্জন দেওয়া হয়। তখন একটাই প্রার্থনা, ‘তুমি আবার এসো আমাদের মাঝে মা’।
নেশা ও পেশা ফটোগ্রাফি। ডকুমেন্টারি স্টোরি টেলিং, স্ট্রিট ও ট্র্যাভেল ফটোগ্রাফিতে আগ্রহী।