



















[ ছবিগুলো ফুল স্ক্রিনে (Full screen mode) দেখুন ]
বছরের এই সময়টা, তিনি বেশি ব্যস্ত, কারণ ‘দুর্গা’ তার বাপের বাড়ি আসছে। ৭৮ বছর বয়সেও রেবা পাল (Reba Pal) তার ছোট্ট বাড়িতে হাতে আঁকা চালচিত্রের (ChalChitra) ঐতিহ্যবাহী শিল্প বজায় রেখেছেন। এখন আগের মতো একটানা কাজ করতে পারেন না শারীরিক কারণে। চালচিত্র আঁকতে আঁকতেই জানাচ্ছিলেন কীভাবে এই কাজের সঙ্গে তিনি জড়িয়ে পড়েন।
রেবা পালের প্রয়াত স্বামী, তাঁকে এই শিল্পের সাথে পরিচয় করিয়ে দিয়েছিলেন এবং প্রশিক্ষণ দিয়েছিলেন। তারপর থেকে একভাবে এই কাজে জড়িয়ে আছেন। এখন এই আঁকা শুধু পেশা নয় নেশাও। তাঁর কথায় আঁকা বন্ধ করলে আমিও বাঁচবও না।
আরও দেখুন: কুমারটুলির প্রতিমাশিল্প
ছোট্ট টালির ঘরের সামনে এক চিলতে বারান্দায় বসে কাজ করতে করতেই তিনি জানাচ্ছিলেন, আগে তিনি এবং তাঁর স্বামী দুজনেই সারা বছর ব্যস্ত থাকতেন। তখন হাতে আঁকা চালচিত্র’র চাহিদা বেশি ছিল। এখন কম্পিউটার প্রিন্ট চালচিত্র বেশি ব্যবহার হওয়ার ফলে আগের মতো চাহিদা নেই।
কথার মাঝেই আবার মগ্ন হয়ে চালচিত্র আঁকতে শুরু করেন রেবা পাল। এক মায়ের হাতেই মাটির মা সেজে উঠবেন।
নেশা ও পেশা ফটোগ্রাফি। ডকুমেন্টারি স্টোরি টেলিং, স্ট্রিট ও ট্র্যাভেল ফটোগ্রাফিতে আগ্রহী।