‘এ সবই নশ্বরতা’, বলে তুমি হারমোনিয়াম সরিয়ে দাও।
ফুলের রেণুর মতো,ঝরে-পড়া মাত্র কথাগুলি
মিলিয়ে যাচ্ছে বাতাসে।
তোমার হাতচিঠিগুলোর জন্যও আশঙ্কা হয়!
কেমন নির্জন হয়ে এল ডিসেম্বর মাস,কী বলব,
নশ্বরতার ধর্মই এই!
চোখ শুকিয়ে আসার আগে,আমি তোমাকে জানাতে চাই শুধু,
একের পর এক শীতকাল পার হয়েও গান থেকে যাবে
পদার্থবিদ্যার স্নাতক চৈতালির প্রথম প্রেম সাহিত্য। আশির দশক থেকেই বাংলা কবিতার জগতে পরিচিত নাম। তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থের মধ্যে অন্যতম বিজ্ঞাপনের মেয়ে, বিষাক্ত রেস্তোরাঁ, দেবীপক্ষে লেখা কবিতা ইত্যাদি। পেয়েছেন বিষ্ণু দে পুরস্কার, শক্তি চট্টোপাধ্যায় পুরস্কার, মীরাবাই পুরস্কার-সহ একাধিক সম্মান।
One Response
কি লিখলে চৈতালী দি!!!