তোমার কাছে ধরা পড়ার ভয়
লুকিয়ে করি অনেক কটা পাপ,
তুমি আমার জীবন এবং আমি
তোমার চোখে আমার সন্তাপ।
নিজের ভিতর অন্য আরেক তুমি,
তারও গভীর অন্ধকারে একা
আমার চোখে হঠাৎ করে আবার
তোমার প্রতিফলন ফিরে দেখা…
একটি ফুল-ই ফুটেছে উদ্যানে,
দুটি মানুষ আঁকছে তার ছবি…
পরস্পরের রঙ মিশে যায়, আলো
প্রকাশ করে প্রেমের প্রতিচ্ছবি!
সার্থকের পেশা অধ্যাপনা, নেশা বিবিধ। কবিতা লেখেন, হাফ গেরস্ত, রাজনীতি করেন না, স্বেচ্ছানির্বাসিত স্বঘোষিত দার্শনিক, একটি নতুন জলপ্রপাত আবিষ্কার করতে চান। প্রকাশিত বই অন্ধকারের অনুবাদ, কলকাতা প্রকাশনী (২০০০), বিপজ্জনক ঘড়ি, দূরত্ব প্রকাশন (২০১৭), আত্মার আশ্চর্য সেল্ফি, গুরুচন্ডালী (২০১৭)