(Poetry)
এসরাজ
তারপর নদীতীর।
পেয়েছে সে
তৃষ্ণার জল।
জলভারে নুয়ে পড়ে
সজীব গুল্ম—
ব্রহ্মঅতল।
আমি হেঁটে যাই
ডান চোখ প্রায়
দৃষ্টিশক্তিহীন।
ছায়া পুঁতে রাখি—
যে গাছের কাঠ
এসরাজ হবে একদিন।


মালকোষ
শুকনো পাতা যখন মাটিতে পড়ে —
তার কৌণিক গতি
আমি বুঝতে পারি না।
মনে হয় —
জলজবিষাদ।
প্রতিটি কাঠঠোকরার
একটি নিজস্ব গাছ থাকে
যেখানে সে সযত্নে আঘাত করে—
ক্রমাগত।
উন্মাদ হয়ে ছুটে যাই
অরণ্যপথে
কথা ওড়ে বাতাসে—
ভৈরবে।
জোৎস্নার নিচে খুঁজি—
জেব্রাক্রসিং।
মুদ্রিত ও ডিজিটাল মাধ্যমে সর্বস্বত্ব সংরক্ষিত
অলংকরণ- আকাশ গঙ্গোপাধ্যায়
শুভদীপ ঘোষাল। জন্ম বাঁকুড়া জেলার বিষ্ণুপুরে। পেশায় থিয়েটার কর্মী ও সরকারী আধিকারিক। কাজ করেছেন রেডিওতেও। পড়াশোনা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ (স্নাতকোত্তর) এবং বাংলা কবিতা ও ভাষা সাহিত্য। আগ্রহের বিষয় কবিতা, কমিক্স এবং প্রবন্ধ। 'নবকল্লোল', 'কথাসাহিত্য', 'শুকতারা', 'নাটমন্দির', 'আবহমান', 'বান্ধবনগর', 'মথ' সহ বিভিন্ন ওয়েবজিন ও লিটিল ম্যাগাজিনে কবিতা প্রকাশিত হয়েছে। ভাললাগা, নতুন বই, পুরনো গান পথচলতি সাইনবোর্ড।