সহজ আর সোজাসুজি বলার কথাগুলো
আমি চিরকাল লুকিয়ে রেখেছি ইঙ্গিতের ভিতরে
আর আশা করেছি, কেউ আসুক
কেউ একজন আসুক
লতাপাতা আর শ্যাওলা সরিয়ে, আমাকে
বিকেলের নরম আলোর নিচে
ডেকে নেওয়ার জন্য
বিশ্বাস করতে শেখানোর জন্য আরেকবার।
কলকাতা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি নিয়ে গবেষণা করছেন। অনর্থনীতির উপাসক। নিবাস কোন্নগর। হাজরাতে দোল খেলার সুযোগ ঘটেনি, তবে পাঁজরাতে চোরা মফস্বল পুষে রাখার বদভ্যাস আছে। কবিতা ও কুকুরের সঙ্গে কোন নগরে সময় কাটান তা কেউ জানে না। প্রকাশিত কাব্যগ্রন্থ 'ভাঙা বিকেলের টুকরো'।
 
								 
								 
								 
											 
								 
								 
								 
								 
								 
								 
								 
								 
								 
								 
								 
								 
								 
								 
								 
								 
								 
								 
								 
								 
								
One Response
Same here bro….☺️???