(Poetry)
১.
মেয়েটি কবিতা পড়ে মুখ ঢেকে বিগত বিষাদে
নতমুখে বলে ফেলে— জীবনের সাঁড়াশি প্রমাদ
পেরিয়ে কবিতা বাঁচে; হাঁটুজল পার হয়ে নিয়ে
যেভাবে কবির চোখ ধরে রাখে বিগত বৃষ্টিকে…
ততখানি অনিবার্য, নেমে এসো, পরম আশ্রয়
বিপদে কবিতা নাকি তরুণ কবিটি, কাকে রাখি
কার পাশে ফিরে এলে মেয়েটির বেদনা হারায়…
যে-মেয়ে কবিতা পড়ে তার চোখে চাঁদ ডুবে যায় (Poetry)


২.
বাংলা কবিতা যেন নিবিড় ঘটক
অবশেষে ডেকে নিল— তোমাকে আমাকে
পৃথিবীর এই রহস্যের বাঁকে
তোমাকে পেলাম আমি
একটি সে ক্লান্ত বক — যেইভাবে ফিরেছে বাসায়
আমি সেই আশ্রয়ের আশায়
তোমার দু-হাত ছুঁই, আঙুল বুলিয়ে দিই ঠোঁটে
তোমার অবচেতন-পাশে রাইকমল যদি ভেসে আসে
আমার কবিতা তবে, ক্রমশ হিংস্র হয়ে ওঠে! (Poetry)
৩.
অজস্র কবির ডাক তোমার চেতনা জুড়ে যদি
ধ্রুবসঙ্গীত হয়ে প্রতিটি বিকেলে বেজে ওঠে
অকারণ পথ ভুল কখনও তোমার রক্ত যদি
বেমালুম ছলকায়— তখন কবিতা নয়
কপালে পিস্তল রেখে, বঁধু, হয়তো গারদে পৌঁছাব
জানোনি কখনও তুমি পুরুষের অবসাদ
ক্রমে ক্রমে গাঢ় হলে কালশিটে কত দাগ পড়ে!
ট্রিগার চাপছি, বলো, কবিতা অথবা কবি— উঠতে চেয়েছ তুমি প্রকৃতই কার কুঁড়েঘরে? (Poetry)


৪.
হয়তো পাব না জানি তার থেকে ফল
তবুও তো সেই গাছে পাতা ঝরে যায়
তীব্র শীতের দিনে সেই গাছ একা, অসহায়
দাঁড়িয়েই থাকে— তার নিচু মনোবল
ছড়িয়ে পড়তে পারে…
সুতরাং আমি তার দুঃখের পাহাড়ে
আমার পৌরুষ রাখি— ভাগাভাগি করে নিই ওম
জ্যোৎস্না-বিষাদ জুড়ে এতদিন আমার ভ্রমণ
তার কাছে জমা রেখে দিতে গেছি যেই —
গাছের শরীরে দেখি বড় বড় করে লেখা—
অযাচিত প্রেম এলে বলে দিতে নেই! (Poetry)
৫.
অন্তিম নিশ্বাসখানি ফিরিয়ে দিয়েছি আজও
কত লেখা বাকি থেকে গেছে
তোমার বিষাদ কত জ্যেৎস্নাফুলের মতো
আকাশের গায়ে লেগে আছে—
ধূমকেতু ভেবে তাকে ভুল করে ফেলি
আমার ভুলেরা তাই প্রস্থান-সময়ে
বুকে উঠে আসে আর চেপে ধরে গলা
যত যত জোনাকির আলো ছিল আমার না বলা
মৃত্যুমুখী দিনে তারা কানে এসে বলে—
“মেয়েটি একাকী খুব ভয় পেতে পারে
পাশে বসো; খোলো করতল
অনেক সময় গেল, এতটা অতল
ইচ্ছে নিয়ে কতদিন বেগতিক ভেসে যাবে নদে?’’
শরীর রাখার আগে, তোমাকেও জেনো আমি
বাংলা ভাষার কাছে রেখে যাব চির নিরাপদে (Poetry)

মুদ্রিত ও ডিজিটাল মাধ্যমে সর্বস্বত্ব সংরক্ষিত
অলংকরণ- আকাশ গঙ্গোপাধ্যায়
অর্ঘ্য কমল পাত্র এই সময়ের তরুণতর কবি। জন্ম-২০০২ সালে। চন্দননগরের বাসিন্দা৷ ইঞ্জিনিয়ারিং দ্বিতীয় বর্ষে পাঠরত। বাংলা কবিতা ও সমাজতন্ত্রের থেকে অগাধ প্রত্যাশা। ২০২১ সালে প্রকাশিত একটিমাত্র ক্ষীণকায় কাব্যগ্রন্থ— ‘এখনই আত্মহত্যার সঠিক সময় নয়'
বিভিন্ন পত্রপত্রিকায় নিয়মিত লেখা প্রকাশ পায়...
