একলা ঘরে এই যে বেদনার আলো
নিঃসীম কোনও ডাক
এর মাঝে ফুটে ওঠে না, বরং
অভিমানী সময় দেয়ালের চিত্রপটে
ফুটিয়ে তোলে ভেঙেচুরে যাওয়া
মায়া চরাচর৷
তিতাসের মতো এই চোখেও জল নেই–
সব জল বয়ে গেছে দিনে দিনে,
বছর বছর… সুবাতাস নেই…
গ্রীষ্মের দাবদাহের মতো
ঝলসে যাচ্ছে ধীরে ধীরে
সমস্ত প্রীতিকণাগুলি৷
ডানা-ভাঙা পাখি যেন এই মন–
উড়তে গেলেই আছড়ে পড়ে,
সাধের মুকুর চুর চুর হয়, উবে যায়
জীবনজোছনা… জেগে ওঠে কথা,
জেগে ওঠা কথার বুকেই
সহস্র মৌনতার সমাধি৷
বালির মতো বনিতা – আঙুলের ফাঁক দিয়ে
ঝরে যায়, ঝরে যায়, শুধু ঝরে ঝরে যায়৷
*ছবি সৌজন্য: Pixabay
সুমন মল্লিকের জন্ম ১৯৮৫ সালে কোচবিহারের তুফানগঞ্জে। বর্তমানে শিলিগুড়ির বাসিন্দা। ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর। পেশায় শিক্ষক। প্রকাশিত কবিতার বই আটটি৷ ‘উত্তরের কবিমন’ পত্রিকার প্রাক্তন সম্পাদক। বর্তমানে ‘শিলিগুড়ি জংশন’ পত্রিকার সম্পাদনার সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত। দেশ, ভাষানগর, কৃত্তিবাস, কবি সম্মেলন, কবিতা আশ্রম-সহ বিভিন্ন পত্রিকায় এবং ওয়েবম্যাগে লেখেন।