পর্ব – ১০
লিজেল মুলার (Lisel Mueller) একাধারে কবি এবং অনুবাদক। জার্মানির হামবুর্গে জন্ম ১৯২৪ সালে। ১৫ বছর বয়সে নাজিদের অত্যাচারে জার্মানি থেকে চলে যান আমেরিকায়। ইন্ডিয়ানা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এই কবির কবিতায় চিত্রকল্প এবং অলংকারের অভিনব প্রয়োগ দেখতে পাওয়া যায়, ১৯৭৫ সালে প্রকাশিত দ্য প্রাইভেট লাইফ কাব্যগ্রন্থ হেকেই। ইংরেজি এবং জার্মান উভয় ভাষাতেই তিনি কবিতা লিখেছেন। পুলিৎজার পুরস্কারপ্রাপ্ত এই কবি ৯৬ বছর বয়সে মারা যান। স্মৃতি এবং ভাষা তাঁর ভাবনার অনেকাংশই দখল করে আছে। (Lisel Mueller)

প্রেমিক
মাটির উপর দিয়ে ঘষটে নিয়ে যাওয়া টিনের মতো
অস্বস্তি হচ্ছে
অস্বস্তি হচ্ছে তোমাকে ছাড়া
যখন তোমাকে চুমু খাচ্ছে অন্য কেউ
সঙ্গম
ঝরনার ভিতর সূর্যের আলো যেমন
তেমন আমি তোমার ভিতর ঢুকে পড়ি
আর তুমি বারবার ঝরে পড়ো নদী
বাতাস তখন হু হু করে বইতে থাকে
পরিযায়ী
আমি তোমার কফিন হয়ে লেগে
থাকব শরীরে তোমার
যতদিন না মাটি থেকে সোঁদা গন্ধ
তোমার প্রশ্বাসের মতো জন্ম নেবে
গাছের ভিতর
আমি ফুলের কথা ভাবি
আমি দুঃখের কথা ভাবি
ও আমার অ্যালবাট্রিস
তোমার ডানার ভিতর আমি
মহাদেশ খুঁজতে বেরোবো

অনুবাদ
আমার ভাষার গায়ে তোমার ভাষার ছায়া পড়ে
আমি জানি একা তুমি নও
অন্য কেউ আছে
আমি জানি
আমি তাকে আজও কিছুই বুঝিনি
ঝড়
এক পাগলের চিন্তার ভিতর ঢুকে পড়ে
একটি মাকড়সা
তার পর কয়েক হাজার বছর ধরে
ছটফট করব
তুমি যেমন আমায় আদর করতে করতে
ঘুমিয়ে পড়েছিলে একদিন
যেমন মাটি থেকে
লাফিয়ে উঠছে বজ্র
প্রেম
তোমায় আলিঙ্গন করব সেদিন
যেদিন আমায় তুমি ডেকে দেবে ভোরবেলা
এক ঘন রাত্রির জঙ্গল থেকে
এলোমেলো বুকে হাঁটবে সাপ
এতদিন মিথ্যে কথা বলেছিলাম শীতকালে
ফুলের রেণু তোমার চোখের মতো
হাওয়ায় যেমন ভেসে বেড়ায়
সেদিন তোমায় আলিঙ্গন করব
যখন বসন্ত এসে খেয়ে যাবে শীতের মাংস

সুন্দর
সৌন্দর্য বলে আলাদা কিছু হয় না
যা স্বাভাবিক তা-ই সুন্দর
যেভাবে আকাশ দিগন্তে হারিয়ে যাচ্ছে
মাটি ফুঁড়ে উঠে আসছে আগ্নেয়গিরি
ঘন ঘন গাছের পাতা ঝরে যাচ্ছে মাটির উপর
পাতার গায়ে কিলবিল করছে পোকা
সৌন্দর্য বলে কিছু হয় না
তোমার চোখের ভিতর তাকিয়ে থাকতে থাকতে
আমি মরে যেতে পারি
সুইসাইড নোট
আজীবন একটি নষ্ট ডিমের ভিতর
আমাদের বড় হতে হয়
আর তার পর দেখা হয় সেই আকাশের সঙ্গে
যার ভিতর একটু একটু করে বড় হতে থাকে
আকাশ
আজীবন একটি নষ্ট ডিমের ভিতর
আমাদের জীবন
হামাগুড়ি দেয়
অতীত
এত ভালবাসা আমি চাইনি
যে বিষাদ
তোমাকে আমার কাছ থেকে দূরে সরিয়ে দেয়
আমি তার কাছে হাঁটুমুড়ে ভিক্ষা করেছি
একবার
ভালবাসতে
তবু সে শীতকাল হয়ে ছিল
আর বসন্তকাল এলে
আমি তাকে কোনও ভালবাসা
দিতেই পারি না

চিঠি
তোমাকে যে চিঠি লিখি সবই ভুল বানানে লেখা
একটা চিঠির উত্তরও
আর ফিরে আসে না আমার কাছে
তোমাকে যে চিঠি লিখি
তাতে থাকে আমার ঘামের গন্ধ
অন্ধকারে আমার
কান্নার শব্দ
তোমার ভাষার ভিতর
তোমার ঘরের ভিতর
যা একদিন অস্ফূট কান্নার মতো ভেঙে পড়েছিল
গ্রন্থসূত্র: ১) মূল জার্মান ভাষায় পড়ুন মাইকেল হ্যামবার্গারের Modern German Poetry Penguine
২) https://www.amazon.in/Private-Life-Poems-Louisiana-Paperbacks-ebook/dp/B01N07DWPK
ছবি সৌজন্য: লেখক, Pexels, Freerangestock
হিন্দোল ভট্টাচার্যের কবিতা লেখার শুরু নয়ের দশকে। কবি ও লেখক হিসেবে পরিচিতি ও জনপ্রিয়তা দুইই পেয়েছেন বাংলা ভাষার পাঠকদের কাছে। মোংপো লামার গল্প, সব গল্প কাল্পনিক, রুদ্রবীণা বাজো, বিপন্ন বিস্ময়গুলি, এসো ছুঁয়ে থাকি এই লেখকের কিছু পূর্বপ্রকাশিত বই।