(Ruma Guha Thakurta) ‘ভারতবর্ষ সূর্যের এক নাম’ কিংবা ‘আমার প্রতিবাদের ভাষা’-র মতো গানে আজও তাঁকে মনে রেখেছে আপামর বাঙালি। সত্যজিৎ রায় থেকে তপন সিংহ, তরুণ মজুমদার থেকে রাজেন তরফদারের মতো দিকপাল পরিচালকদের ছবিতে অভিনয়ের জন্যেও উচ্চ প্রশংসিত হয়েছেন। তিনি একাধারে অভিনেত্রী, গায়িকা, কয়্যার পরিচালিকা, নৃত্যশিল্পী এবং আরও কত কী! তিনি রুমা গুহঠাকুরতা।(Ruma Guha Thakurta)
১৯৩৪ সালে আজকের দিনেই যশোরের জমিদার বংশে জন্মেছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী এই শিল্পী। মা-বাবা নাম রেখেছিলেন ‘কমলিকা’, কিন্তু রবীন্দ্রনাথের দেওয়া ‘রুমা’ নামেই তাঁকে চিনলেন সকলে। রুমার মা, সেকালের বিখ্যাত গায়িকা সতীদেবী গান শিখেছিলেন শান্তিনিকেতনে। তাই মায়ের সূত্রেই ছোট্ট রুমার রবীন্দ্রনাথের সান্নিধ্যলাভ এবং এই নামকরণ। (Ruma Guha Thakurta)
ছেলেবেলা থেকেই পড়াশোনা আর গানবাজনার পরিবেশে বড় হয়ে ওঠা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মায়ের সঙ্গে কলকাতা ছেড়ে লাহোরে পাড়ি জমালেন রুমা। লাহোর রেডিওতে গাইতে লাগলেন সতীদেবী। সেই সুবাদে আলমোড়ায় উদয়শংকরের নৃত্য-অ্যাকাডেমিতে গায়িকা হিসাবে যোগ দেওয়ারও সুযোগ পেলেন। এভাবেই মায়ের কাছে গানের তালিমের পাশাপাশি নৃত্যশিক্ষা শুরু হল গুরু উদয়শংকরের তত্ত্বাবধানে। দলের সঙ্গে বিভিন্ন জায়গায় চলল নাচের প্রদর্শন।(Ruma Guha Thakurta)
১৯৪৪ সালে অমিয় চক্রবর্তী পরিচালিত হিন্দি ছবি ‘জোয়ার ভাটা’-য় একটি নাচের দৃশ্যে প্রথমবার পর্দায় দেখা গেল দশ বছরের রুমা ঘোষকে। এরপর, ‘মশাল’, ‘অফসর’, ‘রাগরং’ ছবিতেও বিভিন্ন পার্শ্বচরিত্রে অভিনয় করতে লাগলেন তিনি। ১৯৫০ সালে ‘বম্বে টকিজ’ বঙ্কিমচন্দ্রের কাহিনি নিয়ে তৈরি করল হিন্দিতে ‘রজনী’ এবং বাংলায় ‘সমর’। ছবিতে ‘সুন্দরী লো সুন্দরী’ গানটির কোরাসে অন্যতম ছিলেন কিশোরকুমার এবং নাচের দৃশ্যে ছিলেন রুমা। সেই সূত্রেই আলাপ হল কিশোর-রুমার, পরিচয় ক্রমে গড়াল ১৯৫১ সালের পরিণয়ে। (Ruma Guha Thakurta)
ভিডিও : ব্রহ্মপুত্রের কবি – জন্মদিনে ভূপেন হাজারিকা
তখন মুম্বাইতে কাজ করছেন শৈলেন্দ্র, কাইফি আজমি, সলিল চৌধুরীর মতো প্রগতিশীল গীতিকার, গায়ক, সুরকাররা। এঁদের সকলকে নিয়ে রুমার উদ্যোগে ১৯৫৬ সালে গড়ে উঠল — ‘বোম্বে ইয়ুথ কয়্যার’। প্রথম অনুষ্ঠান হল ‘ভারতীয় বিদ্যা ভবন’-এ। অল্প কয়েকদিনের মধ্যেই মানুষের মধ্যে সাড়া ফেলে দিল কয়্যারের অন্য কথা, অন্য সুরের গান। লতা মঙ্গেশকর, হেমন্ত মুখোপাধ্যায়, মান্না দে, মুকেশের মতো তারকা শিল্পীরাও মাঝেমধ্যেই গাইতেন কয়্যারের সঙ্গে। কিছু রেকর্ডও প্রকাশিত হয় ‘বোম্বে ইয়ুথ কয়্যার’-এর, পাশাপাশি রেডিওতেও নিয়মিত গাইতেন তাঁরা। তবে বিবাহবিচ্ছেদের কারণে ১৯৫৮ সালে রুমা কলকাতায় চলে এলে বন্ধ হয়ে যায় বোম্বের কয়্যার। (Ruma Guha Thakurta)
কলকাতায় এসে ১৯৫৯ সালে ভানু বন্দ্যোপাধ্যায়ের বিপরীতে অভিনয় করেন ‘পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট’ ছবিতে। ওইরকম তুখোড় শিল্পীর বিপরীতে যে অসাধারণ মাত্রা ও সময়জ্ঞান বজায় রেখে অভিনয় করেন রুমা, তা থেকেই তাঁর অভিনয়দক্ষতা স্পষ্ট হয়ে ওঠে। এছাড়াও, ‘গঙ্গা’, ‘শাখাপ্রশাখা’, ‘আরোগ্য নিকেতন’, ‘আশিতে আসিও না’, ‘অভিযান’, ‘পলাতক’, ‘বাঘিনী’, ‘নির্জন সৈকতে’, ‘বালিকা বধূ’, ‘দাদার কীর্তি’, ‘৩৬ চৌরঙ্গী লেন’-সহ বহু সিনেমায় গুরুত্বপূর্ণ সব চরিত্রে অভিনয় করেছেন তিনি। পাশাপাশি গান গেয়েছেন, ‘অমৃত কুম্ভের সন্ধানে’, ‘বাঘিনী’, ‘পলাতক’-সহ বেশ কিছু বিখ্যাত ছবিতে। তবে সবকিছুর পরেও জনজাগরণের গানই ছিল তাঁর প্রধান আগ্রহের বিষয়। (Ruma Guha Thakurta)
কলকাতায় এসেই তিনি গড়ে তোলেন ‘ক্যালকাটা ইয়ুথ কয়্যার’, অল্প কয়েকদিনের মধ্যেই তাঁদের গণসংগীত ছড়িয়ে পড়ে লোকের মুখে-মুখে। ১৯৭৫ সালে কোপেনহাগেন ইয়ুথ ফেস্টিভ্যালে দল নিয়ে যান রুমা। বিশ্বের দরবারে শোনান স্বাধীনতার গান, রবীন্দ্রনাথের গান আর গণসংগীত। ভারতের ২৫তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠানেও ডাক আসে রুমা ও তাঁর দলের। ১৯৯০-এ নেলসন ম্যান্ডেলাকে স্বাগত জানানো বা ১৯৯৮-এ অমর্ত্য সেনের নোবেল প্রাপ্তির অনুষ্ঠান, সর্বত্রই ক্যালকাটা ইয়ুথ কয়্যারের উজ্জ্বল উপস্থিতি।
এক সময় কুড়ি জনকে নিয়ে দল শুরু করলেও পরে সদস্যসংখ্যা একশো ছাড়িয়ে যায়। কয়্যারের মাধ্যমেই আজও মানুষের মনে গেঁথে আছে ‘ওরা জীবনের গান গাইতে দেয় না’, ‘ভারতবর্ষ সূর্যের এক নাম’, ‘পথে এবার নামো সাথী’, ‘একদিন সূর্যের ভোর’-এর মতো অসংখ্য গান। শিল্প যে নিছকই বিনোদন নয় বরং প্রতিবাদের অন্যতম অস্ত্র, মানুষকে একত্রিত করার মঞ্চ — তাঁর জীবন আর সংগীতের মাধ্যমে দেখিয়ে গিয়েছেন রুমা গুহঠাকুরতা। তাই আজ বহুমুখী প্রতিভাধর এই শিল্পীর জন্মদিনে তাঁকে আমাদের সশ্রদ্ধ প্রণাম।
বাংলালাইভ একটি সুপরিচিত ও জনপ্রিয় ওয়েবপত্রিকা। তবে পত্রিকা প্রকাশনা ছাড়াও আরও নানাবিধ কর্মকাণ্ডে জড়িয়ে থাকে বাংলালাইভ। বহু অনুষ্ঠানে ওয়েব পার্টনার হিসেবে কাজ করে। সেই ভিডিও পাঠক-দর্শকরা দেখতে পান বাংলালাইভের পোর্টালে,ফেসবুক পাতায় বা বাংলালাইভ ইউটিউব চ্যানেলে।