আমি শাক্য। আমার গল্প শুনতে খুব ভালো লাগে। বাবা একটা গল্প শুনিয়েছে আমাকে, তার মধ্যে আছে একটা গাছ, যেই গাছটা মাংস খায়! বাবা বলল, একে বলে মাংশাসি গাছ। গাছটার নাম সেপ্টোপাস। খুব ভয়ানক।
সেপ্টোপাসের একটা গুঁড়ি আর সাতটা গ্রে রঙের শুঁড় থাকে। নিকারাগুয়া বলে একটা দেশে পাওয়া যায়। গল্পে আছে যে কান্তিবাবু একটা বাচ্চা সেপ্টোপাস গাছ নিয়ে এসেছিল। কিন্তু বড় হয়ে সেটা মানুষখেকো হয়ে গেল। কান্তিবাবু ভয় পেয়ে পরিমলকে ডাকল সেটাকে গুলি করে মারতে।
আমার তো সেভেন ইয়ার্স হয়ে গেছে, তাই আমি সেপ্টোপাসকে ভয় পাইনি। আমার বন্দুকও আছে। সেপ্টোপাস আমায় ধরতে এলে আমি গুড়ুম করে বন্দুক দিয়ে গুলি করে দেব। কিন্তু সত্যি সত্যি কি এ রকম হবে? এটা তো গল্প। আর বাবা বলেছে, গল্পটা যে লিখেছে সে-ই গুপি গাইন বাঘা বাইন সিনেমাটাও বানিয়েছে। আমার দু’টোই খুব ভালো লেগেছে।
*শাক্যর বক্তব্যের উপর ভিত্তি করে লিখে দিয়েছেন বেদব্রত ভট্টাচার্য।
শাক্য ডন বস্কোতে ক্লাস টুয়ে পড়েন। টিনটিন আর নানা রকম অ্যানিমেশন চরিত্র নিয়ে ট্যাবের পাতায় বুঁদ হয়ে থাকতে ভালোবাসেন। আর ভালোবাসেন ছবি আঁকতে, বাবার সঙ্গে খেলতে আর দাদুমের কাছে গপ্পো শুনতে। টিনটিন, অ্যাস্টেরিক্স থেকে শঙ্কু বা পাগলা দাশু সবই তার প্রিয়। তবে পিৎজ়া আর কেসাডিয়া সামনে পেলে অবশ্য আর কিছু চান না।