প্রথম পাতা » Bengali Poem on Melancholy
জানা যাবে না/ কটা অক্ষয়বটের ফল/ পকেটে রাখা আছে... অরিঞ্জয় বিশ্বাসের কবিতা।
যদি গল্প বলতে পারতাম গুছিয়ে ঘটমান সত্যের কাছে অবশ্যই নিয়ে যেতে পারতাম তোমায়। যেখানে পাতার এক পৃষ্ঠায় থাকত সহানুভূতির দুটো চোখ তোমার, বিপরীত পৃষ্ঠায় তখন ছুঁয়ে
অসুখের ইতিহাসে নীরব কান্নার বিবরণ আছে, জেনো। অভিমান ঘনিষ্ঠ হলে যে ব্যক্তিগত সুখ হয় তার নীচে জমা থাকে এক-একটা এপিসোডিক বিরতি নিশ্চিত আশ্রয় থেকে ছদ্ম-সুখে, নিজস্ব
মানুষের জীবনে তো তেমন আমোদ নেই। বিনোদন নেই। তারা তাই অবসর পেলে কষ্টের কথাগুলি কাগজের বলের মত গোল্লা করে পরস্পর লোফালুফি করে, বেলুনের মতো তাকে ওড়ায়
আরও একবার চৈতন্যে বিষাদের অমৃত ঢালো প্রভু, আমি মগ্নবিষাদী হব আবার। দেখে যাব শেষবার – বর্ণমালার কোন কোন রঙে আকাশ রাঙালে তুমি, সাজালে মাটি-পাহাড়। জল দিয়ে
Notifications