Generic selectors
Exact matches only
Search in title
Search in content
Post Type Selectors

ভাষায় বাঁধি সেতু: গুন্টার ব্রুনো ফুকস-এর কবিতা

হিন্দোল ভট্টাচার্য

সেপ্টেম্বর ৮, ২০২৩

Translated poems of Günter Bruno Fuchs
Translated poems of Günter Bruno Fuchs
Bookmark (0)
Please login to bookmark Close

আগের পর্ব পড়তে- [] []

গুন্টার ব্রুনো ফুকস ( ১৯২৮-১৯৭৭) জার্মান কবি, ছোটগল্পকার এবং ঔপন্যাসিক। এছাড়াও তিনি ছিলেন একজন স্বনামধন্য গ্রাফিক আর্টিস্ট। মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ের কবিই বলা চলে তাঁকে। তাঁর কবিতাগুলি ছোট ছোট, অনেকটা ইম্প্রেশনিজমের স্পর্শ চলে আসে। অস্তিত্ববাদের সঙ্গে মিস্টিসিজমের এক জগতের কথা তিনি বলেন। স্মৃতিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং বিশ্বযুদ্ধ-পরবর্তী সময়ের বিষয় থাকলেও, গুন্টার (Günter Bruno Fuchs) যুদ্ধ-পরবর্তী আধুনিক সময়ের কবি। শিল্পী হিসেবেও স্বনামধন্য। 

Günter Bruno Fuchs
গুন্টার ব্রুনো ফুকস

মহৎ লোকটি

হাতের সিগারটিকে ঝাড়তে ঝাড়তে
মহৎ লোকটি
ক্রমশ বুড়ো হয়ে যাচ্ছে
আর শরীর এলিয়ে দিচ্ছে
তার ব্যবসার গায়ে

গা এলিয়ে দিয়েছে
তার
সেরা 
সিগার বাক্সের গায়ে
আর অপেক্ষা করছে
মহৎ
ধূমপায়ীটির জন্য


চোখ

সে তাকিয়ে আছে
যেমন তাকিয়ে থাকে
একটা বৃষ্টিভেজা সকাল
বন্ধ জানলার দিকে
সে তাকিয়ে আছে
যেমন
গীতিকবিতা তাকিয়ে থাকে
কবিতার দিকে

abstract painting EYE
সে তাকিয়ে আছে/ যেমন তাকিয়ে থাকে/ একটা বৃষ্টিভেজা সকাল

পাথর

যা কিছু গড়িয়ে পড়ছে
কিছুই কোথাও
কোনওদিন
বোবা হয়ে ছিল না ততদিন
যতদিন তাদের
প্রাণহীন ভেবে
টুকরো টুকরো করার চেষ্টা করেছে
মানুষ


গান

আমি রং ছড়িয়ে দিলাম
ক্যানভাস
মিশে গেল
ক্যানভাসের বাইরে

 

বরফের টুকরো

আমার মৃত্যুর কথা ভেবে কোনওদিন বরফ পড়ে না
লোকমুখে শুনেছি এখানে কেউ কেউ
আসে
একা, গান শোনানোর জন্য
তাদের মৃত্যুর কথা ভেবে কেউ কখনও
দীর্ঘশ্বাস ফেলে না
বরফ জমতে থাকে 
একদিন গলে যাবে বলে 

 

ছোট পাখি

আমিও তোমার মতো উড়ে যাব একদিন ভাবি
উড়তে উড়তেই আমার জন্ম হবে
প্রেমে পড়ব
প্রেম ভেঙে যাবে
ছোঁ মেরে আমায় নিয়ে চলে যাবে 
কোনও শিকারী পাখি
আমিও তোমার মতো একদিন ডানা ঝাড়ব
এই পৃথিবীতে

bird abstract painting
আমিও তোমার মতো একদিন ডানা ঝাড়ব/ এই পৃথিবীতে

মেঘের ডাক 

 

দূরে, ধোঁয়ার মতো, আমাদের ফেলে আসা জীবন
তোমাকে ঈর্ষা করি না
কারণ তুমিই আমার ভাই
তুমিই আমার বোন
তুমিই আমার সেই শিশু
যে তার মায়ের কাছে 
ঘুমিয়ে পড়েছিল কিছু না চেয়েই।
দূরে ধোঁয়ার মতো
কেন এত মনখারাপ, বুঝি না আমি
শুধু মনে হয়
আমাকেও কি কেউ
সেই ধোঁয়ার মতোই ভাবছে কোথাও?

দু চোখে মনে হচ্ছে বৃষ্টি পড়ছে 



শিল্প এবং বস্তু

আমি যে তোমার রূপ এঁকে যাচ্ছি পাথরের উপর
পাথর তা নিয়ে খুব একটা আগ্রহী বলে
মনে হয় না
মনে হয় না তুমিও তোমার রূপ নিয়ে
আশাবাদী হয়ে তাকিয়ে রয়েছ
তবে কেন আঁকছি তোমায়? কেন?
কেন তোমার কাছে গিয়ে বলতে পারছি না
ভালোবাসি। শুধু, ভালোবাসি? 

আমার ছবি, পাথরের গায়ে পড়ে আছে, নির্জনে

Günter Bruno Fuchs books

নন্দনতত্ত্ব 

তোমার রক্ত দিয়ে আমার রং তৈরি হয় না
ছেনি বাটালির মধ্যে শিল্পী নেই
এমনকি আমিও চিনি না তাকে
শুধু বুঝি
কেউ এসে আমার ভিতর থেকে তাকে টেনে নিয়ে যায়
আমার রক্ত ঠিক তবু রঙের মতো নয়

ভাষা 

তোমাকে কী নামে ডাকব
কী এসে যায়
আমি পাথর ভাঙি, কাঠ কাটি
আমি কাগজ ছিঁড়ে উড়িয়ে দিই বাতাসে
আমি জল মাপি
মাটি তুলে আনি মাটি থেকে
তার পর একদিন
সবকিছুই ফিরে যায়

অন্য কোনও শিল্পীর জন্য 

ধুলো 

যা কিছু আমার শরীর, আর যা কিছু আমার শরীর নয়,
এ সব কিছুই শিল্প হয়ে রয়েছে
এই মাঠের উপর
আমার ভাঙা ঘরে 
যেখানে নিঃসঙ্গ জানলায় মুখ বাড়িয়ে আছে 
এক আদিম মানব
যেখানে পাখি আসে, বিমান আসে না 
এপিটাফ 

বুঝি, আমিও, যে রক্ত দিয়ে তুমি আমাকে তৈরি করেছ
তার কিছুই আমি জানি না
তাই যাকে এঁকে চলেছি
সে আমায় প্রার্থনা করছে ঈশ্বরের মতো
আমি তোমায়

*কবিতাগুলি অনুদিত হয়েছে মূল জার্মান ভাষা থেকে…

তথ্যসূত্র—

১) জার্মান পোয়েট্রি ১৯১০-১৯৭৫ (সম্পা- মাইকেল হ্যামবার্গার)

২) https://www.goodreads.com/author/show/1045397.Karl_Mickel

৩) https://www.jstor.org/stable/487696?seq=1

৪) https://www.goethe.de/ins/in/lp/prj/ptp/mag/en14937144.htm

৫) https://www.amazon.com/Law-Disorder-Gunter-Bruno-FUCHS/dp/B00385TRDK

৬) https://books.google.co.in/books/about/Die_Meisengeige.html?id=qfpJAAAAMAAJ&redir_esc=y

 

*ছবি সৌজন্য: লেখক, Wallpaperflare, Wikidata

Author Hindol Bhattacharjee

হিন্দোল ভট্টাচার্যের কবিতা লেখার শুরু নয়ের দশকে। কবি ও লেখক হিসেবে পরিচিতি ও জনপ্রিয়তা দুইই পেয়েছেন বাংলা ভাষার পাঠকদের কাছে। মোংপো লামার গল্প, সব গল্প কাল্পনিক, রুদ্রবীণা বাজো, বিপন্ন বিস্ময়গুলি, এসো ছুঁয়ে থাকি এই লেখকের কিছু পূর্বপ্রকাশিত বই।

Picture of হিন্দোল ভট্টাচার্য

হিন্দোল ভট্টাচার্য

হিন্দোল ভট্টাচার্যের কবিতা লেখার শুরু নয়ের দশকে। কবি ও লেখক হিসেবে পরিচিতি ও জনপ্রিয়তা দুইই পেয়েছেন বাংলা ভাষার পাঠকদের কাছে। মোংপো লামার গল্প, সব গল্প কাল্পনিক, রুদ্রবীণা বাজো, বিপন্ন বিস্ময়গুলি, এসো ছুঁয়ে থাকি এই লেখকের কিছু পূর্বপ্রকাশিত বই।
Picture of হিন্দোল ভট্টাচার্য

হিন্দোল ভট্টাচার্য

হিন্দোল ভট্টাচার্যের কবিতা লেখার শুরু নয়ের দশকে। কবি ও লেখক হিসেবে পরিচিতি ও জনপ্রিয়তা দুইই পেয়েছেন বাংলা ভাষার পাঠকদের কাছে। মোংপো লামার গল্প, সব গল্প কাল্পনিক, রুদ্রবীণা বাজো, বিপন্ন বিস্ময়গুলি, এসো ছুঁয়ে থাকি এই লেখকের কিছু পূর্বপ্রকাশিত বই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Newsletter

কথাসাহিত্য

সংস্কৃতি

আহার

বিহার

কলমকারী

ফোটো স্টোরি

উপন্যাস