১
কে বলে দুর্বল তুমি?
কে বলেছে দৃঢ়চিত্ত নও
ওরা কতটুকু বলো,
কাছ থেকে দেখেছে তোমায়?
অস্থিসার পুরুষের পেলব হৃদয় এক
সযতনে পুলওভারে ঢাকা।
গলায় মাফলার আর মাথা জুড়ে শীতটুপিখানি
তোমাকে উষ্ণতা দেয়, যে তুমি কুণ্ঠিত বড়
দাবিদাওয়া বুঝেসুঝে নিতে।
দুমুঠো ভাতের থালা — সেও নির্মম হলে
চুপ করে বসে দ্যাখো, রোদ,
দক্ষিণ বারান্দায় নেমে আলোকিত করছে দুপুর।
সে হলুদে হাতড়াও
সবুজ ঘাসের কোমলতা।
ইদানিং তন্দ্রা আসে, আসে প্রেম, বয়সে স্বভাবে
২
যে সাঁকোটি প্রিয় খুব, সে কখনও একমুখী নয়।
গ্রাম থেকে গ্রামে যাও। সপ্তাহে হাটবার,
মাথায় কপির ঝাঁকা বয়ে বয়ে নিয়ে যাও
অনায়াস, সাঁকোপথ ধরে৷ ওই পথে বাড়ি ফেরো,
বাড়ি বাড়ি, পুঁইমাচা, ইঁটের দেওয়াল।
পরের পৌষ এলে পাকা ছাদ, দ্যাখ খুকি,
দেখে নিস ঠিক
যে সাঁকোটি প্রিয় খুব, সে কখনও একমুখী নয়।
বাবার বকুনি আর
ভাইয়ের খুনসুটি সহজ হাওয়ায় মিলেমিশে
অদূরের ঝিল হয়, সেই ঝিলে টলটলে জল।
জলে ভাসে সখাটির অন্যায় আবদার যত,
সেই জলে ডুব দেয় প্রেমিকের মুখভার,
আড়ি ভাব আদরে আদরে
যে সাঁকোটি প্রিয় খুব, সে কখনও একমুখী নয়
চারটি দশক পর মাঠগুলি, ঘরগুলি,
গাছগুলি, পাখিগুলি, হাওয়াতেই উতরোল হয়।
জন্ম ১৭ জুন ১৯৮৬। জে.বি.রায় স্টেট আয়ুর্বেদিক মেডিকেল কলেজ ও হসপিটাল থেকে আয়ুর্বেদ চিকিৎসাশাস্ত্রে স্নাতক। মানসিক স্বাস্থ্যে স্নাতকোত্তর। কবিতা, সংগীত ও নাট্যচর্চার সঙ্গে নৈকট্য আশৈশব। জনস্বাস্থ্য, সমাজবিজ্ঞান, মানবাধিকার প্রভৃতি বিষয়ে প্রবন্ধচর্চা করেন নিয়মিতভাবে৷ তাঁর 'অরুণা শানবাগ নিষ্কৃতিমৃত্যু ও ভারত' (২০১৭) বইটি এদ্যবধি ইউথেনেসিয়া প্রসঙ্গে লেখা একমাত্র পূর্ণাঙ্গ বাংলা বই যা মনোজ্ঞ পাঠকমহলে প্রশংসিত। সিএএ-বিরোধী আন্দোলনের সময়ে কবি ফৈজ আহমেদ ফৈজ-এর সর্বজনবিদিত 'হম দেখেঙ্গে' (দেখে নেবো আমরাই) কবিতাটির বাংলা অনুবাদ করে অবন্তিকা জাতীয় স্তরেও জায়গা করে নিয়েছেন।