[প্রথম পাণ্ডুলিপি]
যদি কিছু ঘটতে হয়
এখানেই ঘটুক।
যদি কোনো স্নিগ্ধ সকাল
স্মৃতির কুয়াশা থেকে
বের হয়ে আসে
সাবয়ব হয়–
এখানেই হোক।
কোনো সন্ধ্যা
মাঙ্গলিকের ঝংকার দিয়ে
বেদনা মুছে দিতে চায়
এখানেই আসুক
সেই মার্জনা।
যদি কিছু ঘটে
এখানেই নাহয় ঘটুক।(Soumitra chatterjee)
বাঙ্গালোর, ২.৭.২০১০
[দ্বিতীয় পাণ্ডুলিপি]
এই ভ্রাম্যমাণ আকাশ
শীত চলে যাওয়ার মেঘ নিয়ে
সামান্য অস্পষ্ট হয়ে আছে
আমি যে রাস্তা দিয়ে হেঁটে এলাম
তার নির্জনতা চূড়ান্ত,
পার্কের যে বেঞ্চিটাতে বসলাম
তার পাশের স্কারলেট্ ওক একটা প্লাক বলছে
যেটা পুঁতেছিল মেয়র–
সেখানে এখনো বসন্তের দরুণ পাতা
এসে পৌঁছয়নি–
এই সব দিয়ে বর্তমানটা তৈরী হয়েছে
গাড়ির শব্দের মিলিয়ে যাওয়ার মধ্যে
শোক এখান থেকে চলে গেল
তবু পথচারী রোদ
মাঝেমাঝে বলে যাচ্ছে
কোনো কিছু তুমি ভুলোনা–
এই বর্তমানের মধ্যে কোনো ঘটনা নেই
এই বর্তমান যে শ্রুতি দিয়ে তৈরী তা স্মৃতি
সেখানে বৈভব নেই, শুধু দুঃখের ঐশ্বর্য(Soumitra chatterjee)
লন্ডন, ২০.০৪.০৯
সম্পাদকের নিবেদন:
সৌমিত্র চট্টোপাধ্যায়ের এই কবিতা দুটি শিরোনামহীন হয়েই ড. অমিতরঞ্জন বিশ্বাসের কাছে রক্ষিত ছিল। একইভাবে প্রকাশিত ছবিটিও তাঁর অমূল্য সংগ্রহ থেকেই আমরা পেয়েছি।
বরেণ্য অভিনেতা, নাট্যকার, কবি, চিত্রশিল্পী ও পরিচালক। অভিনয় জগতের এক উজ্জ্বল তারকা, যিনি একাধিক জাতীয় ও আন্তর্জাতিক সম্মানে ভূষিত হয়েছেন।
2 Responses
কবিতা দুটিই সময়কে বর্তমান করে লেখা।প্রথমটির এক প্রচ্ছন্ন মুখোমুখি দ্বন্দ্বের আভাস ভালো লাগে।
সময়কে বর্তমান রেখেই দুই কবিতা।প্রথমটায় মুখোমুখি হওয়ার আভাস ভালো লাগল।