ইদানিং বলিউডে বায়োপিক বানানোর রমরমা দেখা গেছে| এই বার সেই দলে যোগ হল মানব কম্পিউটার শকুন্তলা দেবীর বায়োপিকও| গণিতে বিস্ময়কর প্রতিভার জন্য পরিচিত শকুন্তলা দেবী| ‘লন্ডন প্যারিস নিউইয়র্ক’ ছবির পরিচালক অনু মেনন শকুন্তলা দেবীর চরিত্রকে তুলে ধরবেন রূপলী পর্দায়| আর ওঁর চরিত্রে দেখা যাবে বিদ্যা বালানকে|
সোশ্যাল মিডিয়াতে শকুন্তলা দেবীর প্রথম লুক, টিজার আর ছবির পোস্টার শেয়ার করেন বিদ্যা| গোলাপি শাড়ি‚ ছোট চুল ও মুখে হাসি নিয়ে বিদ্যা বা শকুন্তলা দেবী জটিল অঙ্ক সমাধান করার জন্য তৈরি|
পাঁচ বছর বয়স থেকেই শকুন্তলা দেবী নিমেষের মধ্যে কম্পিউটার বা ক্যালকুলেটর ছাড়াই জটিল গণিত সমাধান করতে ওস্তাদ ছিলেন| উনি একাধিক বই ও লিখেছেন| ১৯৬০ সালের মাঝামাঝি উনি লন্ডন থেকে ভারতে ফিরে আইপিএস অফিসার পরিতোষ বন্দ্যোপাধ্যায়কে বিয়ে করেন| যদিও ১৯৭১ সালে বিবাহ বিচ্ছেদ হয়ে যায় তাঁদের| ১৯৮২ সালে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে তাঁর নাম নথিভুক্ত হয়| জ্যোতিষবিদ্যাতেও পারদর্শী ছিলেন শকুন্তলা দেবী|
ছবি সম্পর্কে কথা বলতে গিয়ে বিদ্যা বলেন ‘আমি ভীষণ উত্তেজিত শকুন্তলা দেবীর চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়ে| নিজের অভিনবত্বের জন্য জনপ্রিয় উনি‚ তাও মহিলা‚ সাহস ও সাফল্যের অনবদ্য মিশ্রণ|’
ছবিতে বিদ্যা বালানের স্বামীর চরিত্রে দেখা যাবে যীশু সেনগুপ্তকে| এই ছবির আগামী বছর মুক্তি পাওয়ার কথা |
বাংলালাইভ একটি সুপরিচিত ও জনপ্রিয় ওয়েবপত্রিকা। তবে পত্রিকা প্রকাশনা ছাড়াও আরও নানাবিধ কর্মকাণ্ডে জড়িয়ে থাকে বাংলালাইভ। বহু অনুষ্ঠানে ওয়েব পার্টনার হিসেবে কাজ করে। সেই ভিডিও পাঠক-দর্শকরা দেখতে পান বাংলালাইভের পোর্টালে,ফেসবুক পাতায় বা বাংলালাইভ ইউটিউব চ্যানেলে।