(Sonali Gupta Basu) সিনেমার স্বর্ণযুগের অন্যতম অভিনেত্রী সোনালী গুপ্তা বসু। বাবা দীনেন গুপ্ত’র হাত ধরে সিনেমার রুপোলি জগতে পা রাখেন। মা কাজল গুপ্ত ছিলেন নামকরা অভিনেত্রী। অভিনয় করেছেন তপন সিংহ সহ অন্যান্য বিশিষ্ট পরিচালকের ছবিতে। অভিনয় দুনিয়া থেকে সরেও গিয়েছিলেন হঠাৎ করে। আজও বেশ কিছু সিনেমায় ফুটে ওঠে তাঁর অভিনয় দক্ষতা। অন্যদিকে, সামাজিক এবং সাস্কৃতিক নানান কর্মকান্ডের সঙ্গে নিজেকে যুক্ত রেখেছেন।
বাংলালাইভ আড্ডাস্কোপে অরিজিৎ মৈত্র’র সঙ্গে একান্ত আলাপচারিতায় সোনালী দিনগুলোর গল্প বললেন সোনালী গুপ্তা বসু…
বাংলালাইভ একটি সুপরিচিত ও জনপ্রিয় ওয়েবপত্রিকা। তবে পত্রিকা প্রকাশনা ছাড়াও আরও নানাবিধ কর্মকাণ্ডে জড়িয়ে থাকে বাংলালাইভ। বহু অনুষ্ঠানে ওয়েব পার্টনার হিসেবে কাজ করে। সেই ভিডিও পাঠক-দর্শকরা দেখতে পান বাংলালাইভের পোর্টালে,ফেসবুক পাতায় বা বাংলালাইভ ইউটিউব চ্যানেলে।