প্রতি কুহু ডাকে খুঁজে পাই
বাড়িটির নাম
‘ভ্রমে মুগ্ধ নীল সদাগর’
ভাবি এই তো সে—
নতুন অক্ষর। যন্ত্রণার
অপার পাঠক!
শরীরে বাগানে হোলিখেলা
আম্রকুঞ্জে রোদ
সেই রোদে দোতলার ঘরে
একা সোনামুগ
আঙুলে আঙুল সেই রোদে
জ্বলে সোনামুগ
আরও দূরে বাড়িটির নাম
সমাপ্তি পৃষ্ঠায়
প্রতি কুহু তোমাকে প্রণাম!
ছবি সৌজন্য: Pixabay