উদাহরণ
কুড়িয়েছিলে। উদাহরণ।
অলস সেতু সলিল
চিরদিনের সুবর্ণটি
রঙিন জামা পরে
কাচের আয়ু পেরিয়ে লঘু
ডাকাত, বড় দয়া
লুপ্ত কড়ি–বরগা বাড়ি
হলুদ কৃশ দলিল
কুয়োর নিচে কঠিন ব্যাধি
প্রাচীন আধুলিতে
দোল করেছ ছ’খানা হাড়
অচলাচল হাঁড়ি
তরাস লাগে তরণী তার
স্রোতের ঠোঁটে বাঁশি
বাজিয়েছিলে। উদাহরণ।
নিকষ হিতাহিতে
ডাক
বিনীত ডাক— বাইরে এলে,
লোচনসখা, দুয়ার
অনাথে হেম নৌকাশশী
লাজুক ললিতাটি
শঙ্খচূড়া রইল পড়ে
বাতাসে আমলকী
অধোবদন সলতে জ্বলে
চক্ষু লণ্ঠনে
তারিখহীনা সনে
পল্লবে সে ঝরেছে বিষপাত্রে বড় একা
সন্ধ্যাদুটি স্থাণু এবং
শস্য নয়নতারা—
ঢাকনামুখী সচরাচর
খরচ ভেঙে শোধন করে হাসি
বাইরে এলে বিনীত ডাক
মগ্ন, অবিশ্বাসী
*ছবি সৌজন্য: Pixabay
সুমন ঘোষের বসবাস বীরভূম জেলার বাতিকার গ্রামে। পেশা শিক্ষকতা। যদিও কবিতা ও সাহিত্য নিয়েই তাঁর অবিরাম উদাসীন পথ চলা। সপ্তর্ষি থেকে প্রকাশিত হয়েছে তাঁর কাব্যগ্রন্থ বারোয়ারি কমিটির থিয়েটার। নিয়মিত লেখেন দেশ, কৃত্তিবাস, উনিশ কুড়ি, কবিসম্মেলন, এখন শান্তিনিকেতন-সহ বিভিন্ন পত্রপত্রিকা ও পোর্টালে। ভালবাসেন নাটক, গান, চিঠি ও কলম। তিনি জানেন জীবন অরূপে গলে যাবে তথাপি তিনি আজন্ম রোমান্টিক ও স্বপ্নচারী।