গোপনীয় ক্ষতদের আত্মহত্যা করাতে এনেছি…
তোমার শরীর বেয়ে অনুগামী রোদ নেমে যায়
রোদের বাগানে খেলা করে গভীর বাঘের ছায়া
তার আঁকিবুঁকি চোখ, রোদেলা শরীর
পাখিটির ঘুম কেড়ে নেয়…
পশমের ক্ষুধা ভেঙে,
তৃষ্ণার প্রদেশ ভেঙে নত হয়ে থাকে সামান্য জীবন
ঝুনঝুনি বেজে ওঠে দিগন্তে আবার
কতকাল অনাহারী, অভুক্ত প্রহরে এসে ঠকঠক করে কাঁপি
শিকার তো নিদ্রামগ্ন ; শিকারিটি জেগে থাকে শুধু
* ছবি সৌজন্য – pexels
One Response
এই কবির কবিতা বিভিন্ন জায়গায় পড়েছি। সব সময়ই ভাল লাগে। আবার একটা ভীষণ ভাল লাগার মতো কবিতা পড়লাম।