(Raktakarabi)










‘রক্তকরবী’ নাটকে নন্দিনী যখন অধ্যাপককে জিজ্ঞাসা করেছিল, যক্ষপুরীতে নন্দিনীকে নিয়ে আসা হল কিন্তু রঞ্জনকে আনা হল না কেন? তখন অধ্যাপক বলেছিলেন- ‘সব জিনিষকে টুকরো করে আনাই এদের পদ্ধতি।’ (Raktakarabi)
সেই যক্ষপুরী এবং তদনুষঙ্গে যে সমস্ত ছবি পাঠকের মনশ্চক্ষে ফুটে ওঠে তার সার্থক রূপায়ণের দায়িত্ব পেয়েছিলেন শিল্পী গগনেন্দ্রনাথ ঠাকুর। আলোছায়ার নানা টুকরোকে জ্যামিতিক আকারের ছাঁদে সংলগ্ন করে অন্ধকারের এই চিত্রনাট্যকে ফুটিয়ে তোলার ক্ষেত্রে গগনেন্দ্রনাথের চেয়ে যোগ্যতর মানুষ সে-সময়ে আর কেউ ছিলেন বলে মনে হয় না। (Raktakarabi)
আরও পড়ুন: রক্তকরবী: বইয়ের শতবর্ষ, নাটকের নয়
আশ্চর্য সমাপতন বলতে হবে, যে-সময় রক্তকরবী নাটক এবং তার ইংরাজি অনুবাদ ‘রেড অলিয়েন্ডারস’ প্রকাশিত হচ্ছে তার অল্প আগেই ১৯২২ সাল থেকে গগনেন্দ্রনাথ তাঁর চিত্রচর্চায় নতুন নিরীক্ষা শুরু করেছেন- যার পূর্বসূত্র পাশ্চাত্যের কিউবিজম-এর মধ্যে নিহিত ছিল। যদিও গগনেন্দ্রনাথের নিজস্ব স্টাইল সেই ধারাকে অনুকরণ করেনি কখনোই, কিছুটা প্রভাবিত হয়েছে মাত্র। (Raktakarabi)
‘বিশ্বভারতী কোয়াটার্লি’ এবং ‘প্রবাসী’ পত্রিকায় প্রকাশিত গগনেন্দ্রনাথের আঁকা এই নাটকের কয়েকটি ছবি উপস্থাপন করা হল শিল্প ও সাহিত্যরসিকদের উদ্দেশ্যে।
ছবি সৌজন্য: লেখক
মুদ্রিত ও ডিজিটাল মাধ্যমে সর্বস্বত্ব সংরক্ষিত
দেবাঙ্গন বসু। বিশ্বভারতী বাংলা বিভাগের প্রাক্তন ছাত্র। বর্তমানে দুই দশক হুগলীর মিয়ারবেড় রামকৃষ্ণ শিক্ষানিকেতন বিদ্যালয়ে বাংলা ভাষার শিক্ষক।