আমি হাত রাখি তার পুঞ্জ পুঞ্জ ভেজা লতাজলে
ঘাটে নৌকো স্মৃতিদীপ পাখিদের নিশানা সমূহ
সে নিয়েছে উড়োছাই কী আঁচলে লুটে!
লোভী এক বন্ধ ঘড়ি গান শুনতে আসে।
কুঞ্জে ছই, কুঞ্জে ছাই ওগো
উঠে পড়ো, কুলো নিয়ে যাও
ঠেকাও নদীর পারে পারে…
উজানে উজানে যত বর্ষা ভেসে গেছে এই এবারের মত
খুলি ফেটে ধাতু নামে আরও, আরও সাবধানে
বরণের সব মধু রক্তে রক্তে বান ডেকে আনে



One Response
♥️